হাইড্রেন পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের গন্ধে মৃত্যু হলো এক শ্রমিকের। তাকে উদ্ধার করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন আরও দুইজন শ্রমিক। মৃত শ্রমিকের নাম রিয়াজ উদ্দিন মোল্লা। আহত দুইজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে হাওড়া ফরশোর রোডে।
বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ ফরশোর রোডে কেএমডিএ’র গঙ্গা অ্যাকশন প্ল্যানের নর্দমার জঞ্জাল তোলার প্লান্টে হাইড্রেন থেকে আবর্জনা তুলতে নিচে নেমে গুরুতর অসুস্থ হয়ে পড়ে রিয়াজউদ্দিন মোল্লা (১৮)। বিষাক্ত গ্যাসের গন্ধে নর্দমায় পড়ে সে যখন জ্ঞান হারায় তখন তাকে উদ্ধার করতে নামেন জাকির মোল্লা এবং হাবিব মোল্লা। কিন্তু গ্যাসের গন্ধে ওই দুজনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শিবপুর থানা এবং দমকলে। পুলিশ এলাকার বাসিন্দাদের সহযোগিতায় রিয়াজউদ্দিনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জাকির এবং হাবিবকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। সেখানে দুইজন শ্রমিক চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে নর্দমা থেকে নির্গত বিষাক্ত গ্যাস নিঃশ্বাস নেওয়ার ফলে বিষক্রিয়ায় এই ঘটনা। কেএমডিএ’র হয়ে এক ঠিকাদার সংস্থায় কাজ করতো মৃত রিয়াজ উদ্দিন মোল্লা।
প্রসঙ্গত কয়েক দিন ধরেই হাওড়া কর্পোরেশন এলাকায় হাওড়া কর্পোরেশনের নিকাশি বিভাগের কর্মী ও কেএমডিএ’র কর্মীরা যৌথভাবে নিকাশি নালা, হাইড্রেন পরিস্কার করছেন। এই নিয়ে হাওড়া কর্পোরেশনের আধিকারিকেরা এলাকা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় অসন্তোষ সৃষ্টি হয়েছে কর্মীদের মধ্যে। তাদের অভিযোগ উপযুক্ত নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা ছাড়াই নিকাশি বিভাগের কর্মীদের হাইড্রেন পরিস্কার করতে নামিয়ে দেওয়া হচ্ছে। কোন রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই জোর করে কাজ করানো হচ্ছে নিকাশি বিভাগের কর্মীদের। তাদের অভিযোগ সামান্য টাকার বিনিময়ে এই রকম কাজ করতে হয় শ্রমিকদের।
হাওড়া শহরের নিকাশির নোংরা জল সরাসরি কেএমডিএ গঙ্গা অ্যাকশন প্ল্যানের ট্যাংকে পরিশ্রুত করার পর তা গঙ্গায় ফেলা হয়। কিন্তু নর্দমার জল থেকে কঠিন বর্জ্য ও পলি আলাদা করার সময় নিকাশি কর্মীরা সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ায় এই বিপত্তি। শিবপুর থানার পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কেএমডিএ কর্তৃপক্ষ গোটা ঘটনা খতিয়ে দেখছে।
Comments :0