দিদিকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীর হাতে প্রাণ গেল ভাইয়ের। মৃতের নাম জিমেন টুডু(২৩)। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার অন্তর্গত মেহেদীপাড়ার মিশন মোড় এলাকায়। খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে যায় হরিরামপুর থানার পুলিশ।
জিমেন টুডু পেশায় ছিলেন দিনমজুর। পরিবার সুত্রে জানাযায় সোমবার রাত দশটার পরে জিমেন টুডুর দিদি স্বর্ণলতার বাড়িতে আসে অভিযুক্ত হেমন্ত মুর্মু। রাতের অন্ধকারে সে স্বর্ণলতার শোবার ঘরের এসে লুকিয়ে পড়ে। স্বর্নলতার ঘর থেকে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির অন্য ঘরে থাকা জিমেন টুডু ছুটে আসে দিদির ঘরে। দিদির ঘরে এসে ভাই জিমেন দেখতে পায় হাসুয়া নিয়ে তার দিদি স্বর্ণলতা সরেনকে মারার জন্য উদ্ধত হয়েছে হেমেন্ত। ঘরে ঢুকে দিদিকে বাঁচানোর মরিয়া চেষ্টাতে হাঁসুয়ার কোপ গিয়ে পড়ে জিমেন টুডুর গলায়। গুরুতর জখম হয় জিমেন টুডু। রক্তাক্ত অবস্থায় জিমেনকে পরিবারের লোকজনেরা টোটো করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিমেনকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ রাতেই ঘটনা স্থলে পৌঁছায়। জিমেনের মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ গোটা এলাকা। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরাও। জানাযায় অভিযুক্ত হেমন্ত টুডুর বাড়ি মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডির নিয়ামতপুর এলাকায়। হরিরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Youth Killed
দিদিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো ভাইয়ের

×
Comments :0