MUKTADHARA POEM BIKASH BHATTACHARJEE

মুক্তধারা কবিতা রাঙাছাই

সাহিত্যের পাতা

MUKTADHARA   POEM BIKASH BHATTACHARJEE 1 JUNE

কবিতা  

রাঙাছাই

বিকাশ ভট্টাচার্য

কত কিছু বাকি আছে

সবকিছু যায়নি চুকেবুকে
সূর্য ডুবে গেছে গোধূলির রূপকথা রেখেছি টুকে
কিছু কথা রয়ে গেছে শেষকথা বলিনি এই ভেবে 
সুশ্রুত না-হলে কেউ
ও কথায় সাড়া কি দেবে?
বুক যদি ফেটে যায় চোখ যদি পাথরকঠিন 
হাহাকার ঢেউ তোলে? ইশারায় ডাকে কি কফিন
এখানে জতুগৃহ ওখানে কণিষ্ক গড়াগড়ি 
কবেকার শান্ত আবাস অধুনা শ্মশানচারীর
লজ্জায় আঢাকা মুখ তবুও তো বাতাসে ওড়ে
গলি থেকে রাজপথ ভিটে থেকে আলপথ 
               রাঙাছাই গিয়েছে ভরে

Comments :0

Login to leave a comment