Microsoft Layoff

১০ হাজার কর্মী ছাঁটাই মাইক্রোসফ্‌টে

আন্তর্জাতিক

Microsoft Layoff

চলতি বছরেই অন্তত ১০ হাজার কর্মীকে ছাঁটাই করবে মাইক্রোসফ্‌ট। নতুন অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ছাঁটাই করা হবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যম। 

এর আগে গুগল, আমাজন, টুইটারে বড় সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের রাস্তায় এগিয়েছে। সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, গত বছরও প্রায় ১ হাজার কর্মীকে ছেঁটে ফেলেছিল মাইক্রোসফ্‌ট। বাইরে বেরিয়েছিল ‘সামান্য কয়েকজনকে ছাঁটাইয়ের’ গল্প। 

সংস্থার সূত্র উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম জানাচ্ছে বিশ্ব অর্থনীতির সঙ্কটের আবহে মাইক্রোসফ্‌টের পণ্য ও পরিষেবা বিক্রি কঠিন অবস্থায় পড়েছে। সিইও সত্য নাডেল্লার নানা চেষ্টাতেও পার্সোনাল কম্পিউটার বিক্রির বাজার বাড়েনি, বরং কমেছে। 

মহামারীর পরের সময় থেকে মাইক্রোসফ্‌টের সমস্যা বেড়েছে উইনডোজ এবং সংশ্লিষ্ট সফ্‌টওয়ার বিক্রির। চাহিদা কমছে বাজারে। সমস্যা থেকে বেরনোর একটিই রাস্তা জানা রয়েছে নবপ্রযুক্তি বিশারদদের, পুঁজিবাদের অতি পরিচিত ছাঁটাইয়ের। 

Comments :0

Login to leave a comment