রিলায়েন্স গোষ্ঠীর প্রধান মুকেশ আম্বানিকে হুমকি ইমেল। দাবি করা হয় ২০ কোটি টাকার। সেই টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছে শনিবার।
ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানিকে পাঠানো ওই ইমেলটিতে বলা বলা হয়েছে, ‘আপনি যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, তাহলে আমরা আপনাকে মেরে ফেলব। আমাদের কাছে ভালো শুটার রয়েছে। বলা হয়েছে দাবি মত টাকা না পেলে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হবে শিল্পপতিকে’। শুক্রবার শাদাব খান নামে কোন এক ব্যক্তি হুমকি-সহ ইমেলটি মুকেশ আম্বানিকে পাঠিয়েছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
মুকেশ আম্বানির বাসভবনের নিরাপত্তা দায়ীত্বে থাকা আধিকারীকদের নজরে হুমকির ইমেলটি এলে তারা মুম্বই পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। হুমকির নেপথ্যে কোনও বড়সড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মুকেশ আম্বানির সঙ্গে এমন ঘটনা আগেও একাধিকবার ঘটেছে। গত বছরেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন মুকেশ আম্বানিও। হাসপাতাল ও আম্বানির বাড়ি বোম দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।
Comments :0