MUKTADHARA BOOK REVIEW 23 JUNE

মুক্তধারা বই সন্ধানে / কবি কাইফি আজমি,জাভেদ আখতার ও গুলজার

সাহিত্যের পাতা

MUKTADHARA   BOOK REVIEW 23 JUNE 2023

অনুবাদে তিন দিকপাল কবি 

কাইফি আজমি,জাভেদ আখতার ও গুলজার

ভবানীশংকর চক্রবর্তী

                যে -কোনো সাহিত্যকর্মের , বিশেষত  কবিতার অনুবাদ একটি দুরূহ কর্ম ।অনুবাদ আক্ষরিক অর্থে কেবল  ভাষান্তর নয় , অন্তর্নিহিত ভাবকে বজায়  রেখে অন্য ভাষায়  রসায়িত করে পরিবেশন।এটি  
না- করতে পারলে কবি সাহিত্যিককে যেমন চেনা যায় না,তেমনি তাঁর রচনার অন্তঃস্বরটিও অনুবাদের শক্তপোক্ত খোলসের মধ্যেই আবদ্ধ  থেকে যায় ।দেশি- বিদেশি নানান সাহিত্যের অনুবাদে বাংলা সাহিত্য যথেষ্ট সমৃদ্ধ ।আর সে সমৃদ্ধি তো অনুবাদের প্রসাদ গুণেই।কাইফি আজমি, জাভেদ আখতার ও  গুলজার  _এই তিন উর্দু কবির কবিতা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে মাধবী বন্দ্যোপাধ্যায়ও  বাঙালি পাঠক সমাজের জন্য একটি বড়ো ও কাঙ্ক্ষিত কাজ করেছেন।ভারতীয় চলচ্চিত্র জগতে এই  তিন বরিষ্ঠ কবি সুপরিচিত হলেও তাঁদের কবিতা বাঙালি পাঠক সমাজে অনেকটাই অপরিচিত‌ বলা চলে ।মাধবী  তো দুরূহ কর্মটি সম্পাদন করে বাঙালি পাঠক সমাজের সাথে এই  তিনকবির কবিতারও পরিচয় করিয়ে দিয়েছেন। অবশ্যই কাজটি দুঃসাহসিক এবং প্রণিধানযোগ্য।
ধন্যবাদার্হও।কাইফি  আজমির কুড়িটি , জাভেদ আখতারের কুড়িটি এবং গুলজারের আটত্রিশটি কবিতা নিয়ে মোট  
আটাত্তরটি  কবিতার
ভাষান্তর  এই 'কবিতা ' গ্রন্থটির অনুবাদক মুনশিয়ানার পরিচয় দিয়েছেন।মাধবীর অনুবাদের পরিচয় পেতে তিন কবির তিনটি কবিতার অংশবিশেষ উদ্ধার করা যেতে পারে -


১।জাগো আমার ভালোবাসা জাগো
কেন-না তোমাকেই আমার সাথে হাঁটতে হবে
তোমার জন্য _
জ্বলন্ত চিতা প্রতি কোণায় অপেক্ষা করছে 
কর্তব্যের ছলে মরণ আত্মগোপন করে আছে 
          ( নারী/কাইফি আজমি) 
২।কেবলমাত্র আমি হয়রান হয়ে ঘুরব
ইটকাঠবাড়ি জঙ্গলে 
আমার তো কোনো ঠিকানা নেই
সন্ধ্যা হল
আমি আওতায় যাব?
      (গৃহহীন /জাভেদ  আখতার) 
৩।যখন আমার ঘাড়  বেঁকে যায় 
জীবনের বোঝা আমার কাঁধে চেপে বসে
---    -----  ---- ----- ----- -----
একটি কবিতা আমার সামনে এসে দাঁড়ায়
আমার হাত ধরে বলে 
ওগো তোমার বোঝাগুলো আমাকে দাও
ওগো কবি
    ( বোঝা/গুলজার )

পান্নালাল মল্লিকের প্রচ্ছদ ও শিল্পনির্দেশনা নজর কাড়ে।বইটির বাঁধাই ও কাগজ বেশ ভালোই ।এত  ভালোর মধ্যে মুদ্রণপ্রমাদ চোখে লাগে।এই  তিন উর্দু কবির কবিতার সঙ্গে যাঁরা একাত্ম হতে চান বা অনুবাদ সাহিত্যে যাঁদের অনুরাগ আছে,তাঁরা বইটি সংগ্রহে রাখতে পারেন ।

              কবিতা
কাইফি  আজমি ,জাভেদ আখতার,গুলজার।
বঙ্গানুবাদ - মাধবী বন্দ্যোপাধ্যায় 
প্রকাশক- পান্নালাল মল্লিক
স্বদেশ,মুনসেফ পাড়া,বসিরহাট,
উত্তর ২৪পরগনা
৭৪৩৪১১
দাম - ৪৫ টাকা।

Comments :0

Login to leave a comment