Nagaland got it's first lady mla

নাগাল্যান্ডের প্রথম মহিলা বিধায়ক হয়ে ইতিহাস হেকানি জাখালুর

জাতীয়


২০২৩ বিধানসভা নির্বাচনে নাগাল্যান্ড পেল তার প্রথম মহিলা বিধায়ক। মাতৃতান্ত্রিক সমাজ হিসেবে পরিচিত থাকলেও এতদিন নাগাল্যান্ডের বিধায়ক আসন ছিল মহিলা বর্জিতই। পৃথক রাজ্য হিসেবে পরিচিত পাওয়ার প্রায় ৬০ বছর পর বিজেপি সমর্থিত এনডিপিপি প্রার্থী হেকানি জাখালু ডিমাপুর-৩ আসন থেকে জয়ী হলেন। বছর ৪৮’র জেখালু পেশায় একজন আইনজীবী।

নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে ৬০টি আসানে নির্বাচনে লড়াই করেছেন প্রায় ১৮৩ জন প্রার্থী। তারমধ্যে ছিলেন মাত্র ৪ জন মহিলা প্রার্থী। তারমধ্যে জেখালু লোক জনশক্তি পার্টির প্রার্থী আঝেতো জিমনিকে নির্বাচনে হারিয়ে জয়ী হয়েছেন। 


জখালুর মতোই এই নির্বাচনে ইতিহাস গড়তে পারেন আরেক মহিলা প্রার্থী সালহউতনু ক্রুসো। তিনিও বিজেপি সমর্থিত এনডিপিপি প্রার্থী। পশ্চিম আঙ্গামী আসন থেকে তিনি এগিয়ে রয়েছেন। নাগাল্যান্ডে ক্ষমতা ধরে রাখছে এনডিপিপি-বিজেপি জোট। ৩৫টি আসনের বেশী আসনে পেয়ে সরকার গঠন করতে চলেছে এনডিপিপি-বিজেপি জোট।

Comments :0

Login to leave a comment