NIA Raid

কর্ণাটকে এনআইএ অভিযান

জাতীয়

কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলায় একাধিক জায়গায় তদন্ত চালালো জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ। ২০২২ সালের জুলাই মাসে পাটনা সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্তের অভিযোগের তদন্ত করছেে এনআইএ। এই চক্রান্তে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)’র ভূমিকা তল্লাশিতে দেখা হচ্ছে বলে জানিয়েছে এনআইএ।

এনআইএ’র গোয়েন্দারা পুত্তুর, কুর্নাডকা, তরিপদপু এবং কুম্বরা গ্রাম থেকে চার সন্দেহভাজনকে আটক করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), গত বছর, পিএফআই সদস্য শফিক পায়েথের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। রিমান্ড নোটে বলা হয়েছিল যে পিএফআই ১২ জুলাই, ২০২২-এ পাটনা সফরের সময় প্রধানমন্ত্রী মোদিকে হত্যার ষড়যন্ত্র করেছিল।

এনআইএ আধিকারিকরা দক্ষিণ কন্নড় জেলার বেলতাঙ্গাদি, পুত্তুর, বান্টওয়ালা, উপ্পিনগাদি এবং ভেনুরা সহ ১৬ টি জায়গায় অভিযান চালাচ্ছে। পিএফআই’র বিভিন্ন দপ্তর এবং হাসপাতালে তল্লাশি চালানো হয়েছে। 

Comments :0

Login to leave a comment