National Science Day

জাতীয় বিজ্ঞান দিবস উদ্‌যাপিত শিলিগুড়িতে

জেলা

National Science Day


উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে মঙ্গলবার জাতীয় বিজ্ঞান দিবস উদ্‌যাপিত হয়েছে। এবছর জাতীয় বিজ্ঞান দিবস ২০২৩’র থিম ‘গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়েলবিং’। এই থিমটি ভারতের উদীয়মান বৈশ্বিক ভূমিকা এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান দৃশ্যমানতা নির্দেশ করে। এদিন জাতীয় বিজ্ঞান দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে ‘দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ স্যার সিভি রমন’—র ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ‘ফান উইথ লাইট’—র ওপর বিশেষ বিজ্ঞান প্রদর্শনী, ভিজ্যুয়াল সায়েন্স ক্যুইজ ইত্যাদির মতো বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত করা হয়েছে।

 অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ‘ন্যানোক্রিস্টালাইন সিলিকন সোলার সেল’ বিষয়ক একটি বিজ্ঞান বক্তৃতাও অনুষ্ঠিত হয়। আলোচনা করেন অধ্যাপক ডাঃ রোমিয়ানো গোস্বামী। অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট চিকিৎসক কৌশিক ভট্টাচার্য। 
 

Comments :0

Login to leave a comment