বাড়িটি যেই পাশের ফ্ল্যাটের দিকে হেলে গিয়েছে সেখানে প্রায় ১০ থেকে ১২টি পরিবার বসবাস করে। পাশের বাড়ি হেলে পড়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
গত কয়েকদিন ধরে কলকাতা ও তার সংলগ্ন এলাকা গুলোয় বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। বহুতল হেলে পড়ার ঘটনায় বেআইনি নির্মানের দাপট সামনে এসেছে। যেই বাড়ি গুলো হেলে পড়েছে তার প্রতিটাই হচ্ছে নয় জলাজমি বুজিয়ে নয় তো বেআইনি ভাবে তৈরি করা হয়েছে। বাঘাযতীনের যেই বহুতল হেলে পড়েছে তা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে।
বাগুইআটিতে যেই বহুতল হেলে পড়েছে তা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বিধাননগর পৌরসভার পক্ষ থেকে। পৌরসভার এই নির্দেশ আসার পর বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের কথায় তাদের জন্য কোন পুনর্বাসনের ব্যবস্থা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধাননগর পৌরসভার পক্ষ থেকে।
Comments :0