Building tilt

এক্সাইডে হেলে পড়লো বাড়ি

কলকাতা

সামাজিক মাধ্যম থেকে পাওয়া ছবি।

মুখ্যমন্ত্রী বিধানসভা এলাকায় এক্সাইডের কাছে হেলে পড়লো পুরোন বাড়ি। কলকাতা পৌরসভার ৭০ নম্বর ওয়ার্ডে হেলে পড়েছে ওই পুরানো বাড়িটি। স্থানীয়দের দাবি দীর্ঘদিন আগে পৌরসভার পক্ষ থেকে বাড়িটিকে বিপদজনক বাড়ি বলে চিহ্নিত করা হয়। কিন্তু তারপর আর কোন পদক্ষেপ নেওয়া হয়নি পৌরসভার পক্ষ থেকে। 

বাড়িটি যেই পাশের ফ্ল্যাটের দিকে হেলে গিয়েছে সেখানে প্রায় ১০ থেকে ১২টি পরিবার বসবাস করে। পাশের বাড়ি হেলে পড়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। 

গত কয়েকদিন ধরে কলকাতা ও তার সংলগ্ন এলাকা গুলোয় বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। বহুতল হেলে পড়ার ঘটনায় বেআইনি নির্মানের দাপট সামনে এসেছে। যেই বাড়ি গুলো হেলে পড়েছে তার প্রতিটাই হচ্ছে নয় জলাজমি বুজিয়ে নয় তো বেআইনি ভাবে তৈরি করা হয়েছে। বাঘাযতীনের যেই বহুতল হেলে পড়েছে তা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে।

বাগুইআটিতে যেই বহুতল হেলে পড়েছে তা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বিধাননগর পৌরসভার পক্ষ থেকে। পৌরসভার এই নির্দেশ আসার পর বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের কথায় তাদের জন্য কোন পুনর্বাসনের ব্যবস্থা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধাননগর পৌরসভার পক্ষ থেকে।   

Comments :0

Login to leave a comment