JAYRAM RAMESH

বিধায়ক ভাঙিয়ে বিজেপি’কে সহায়তা,
সাগরদিঘি প্রসঙ্গে রমেশ

রাজ্য

JAYRAM RAMESH

সাগরদিঘির বিধায়ক ভাঙানোর কড়া সমালোচনা করলেন জয়রাম রমেশও। কংগ্রেসের জাতীয় স্তরের সাধারণ সম্পাদক তৃণমূলের উল্লেখ বলেছেন যে এমন দল ভাঙানো বিজেপি’কে সাহায্য করবে। 

সোমবার ঘাটালে গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির সভায় দল বদলেছেন মুর্শিদাবাদের সাগরিদিঘি কেন্দ্রের বিধায়ক বায়রন বিশ্বাস। মুর্শিদাবাদের এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছিল বামফ্রন্ট। গত মারচেই ফলাফল বেরলে দেখা গিয়েছিল যে তৃণমূল নিজেদের আসন খুইয়েছে উপনির্বাচনে। কিন্তু কেবল তা-ই নয়, বিজেপি দ্বিতীয় থেকে নেমে গিয়েছিল তিন নম্বরে। তৃণমূলের পাশাপাশি বিজেপি’র ভোটও কমে গিয়েছিল এই উপনির্বাচনে। 

জাতীয় স্তরে কংগ্রেসের প্রচার বিভাগেরও প্রধান রমেশ। তিনি টুইটবার্তায় লিখেছেন, ‘‘ঐতিহাসিক জয়ের মাত্র তিন মাস পরই বায়রন বিশ্বাসকে প্রলোভিত করে ভাঙিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস।’’ রমেশের ক্ষোভ, ‘‘সাগরদিঘি উপনির্বাচনে মানুষের রায়ের সঙ্গে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এর আগে গোয়া, মেঘালয় এবং ত্রিপুরায় এভাবে দল ভাঙানো হয়েছে।’’

জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াইয়ের প্রসঙ্গ টেনে রমেশ বলেছেন, ‘‘এই কৌশল বিরোধীদের ঐক্য শক্তিশালী করবে না। বিজেপি’র উদ্দেশ্য পূরণে সহায়তা করবে কেবল।’’

Comments :0

Login to leave a comment