POETRY \ BARODIN — LIPIKA CHATTAPADHAYA \ MUKTADHARA \ 24 DECEMBER 2024

কবিতা \ বড়দিন — লিপিকা চট্টোপাধ্যায় \ মুক্তধারা \ ২৪ ডিসেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  BARODIN  LIPIKA CHATTAPADHAYA  MUKTADHARA  24 DECEMBER 2024

কবিতা

বড়দিন

লিপিকা চট্টোপাধ্যায়

মুক্তধারা

 

প্রভু, তোমার উৎসবের অস্ফুট আলোয় 
আমরা বুনে চলেছি উচ্ছ্বাস ।
অন্যকালের তুমি 
একালের প্রতীক্ষার সীমানায় দাঁড়িয়ে খুঁজে নিতে চাইছো 
দূরের দেখা আর কাছের দেখার নান্দনিক চিত্র ।
তোমার আগুনের শিখায় লালিত বিশ্বাস, ভালোবাসা, উদারতা 
পাশ ফিরে শুয়ে আছে জান্তব উল্লাসের দিকে ।
ইউক্রেন রাশিয়ার যুদ্ধে, ইস্রায়েলের হামলায় , চলমান গণহত্যায় এ মহাবিশ্বের জ্বলন্ত অগ্নিশিখায় সৃষ্টি হয়েছে 
ভালবাসার স্তূপীকৃত ছাই।
মন খারাপ, তোমার মন খারাপ খুব ।
মানুষের ওপর  সন্দেহ, অবিশ্বাস, অনাস্থার আগ্রাসী নিঃসঙ্গতা গ্রাস করছে তোমায় ।
জলের ফোঁটায় জমে থাকা আলোটুকু দিয়ে ঢেকে রাখা অন্ধকার তোমার আকাশকে গিলে খায় ।
আমরা স্নায়ুকে স্বস্তি দিয়ে  যুদ্ধ বিরত করতে চাই।
জাতির যুদ্ধ,
ক্ষমতার যুদ্ধ,
অধিকারের যুদ্ধ ।

প্রতিটি মুহূর্তে তুমি দ্বিধান্বিত হয়ে যেন দাঁড়িয়ে আছো অন্য এক জীবনের মুহূর্তে ।
যেতে চাইছো পরবর্তী মুহূর্তে , সব কিছু বদলে যাওয়া পৃথিবীর চেতনার বিকাশের মুহূর্তে ।
এসো, প্রাণে - প্রাণে , রক্তে - রক্তে , কণায় কণায় জীবনের শিকড়গুলোকে পরিপুষ্ট করে  তোলো । 
আমাদের অন্তরের ক্ষতগুলোর ওপর ফোটাও গোলাপ বাগান ।
বলো, ভালোবাসা যা বলতে চায়।
আনন্দের উজ্জ্বল অগ্নিশিখার নিচে জমে থাকা গাঢ় অন্ধকার সরিয়ে লিখে দাও 
' ভালোবাসো, প্রেমে হও বলি '

 

Comments :0

Login to leave a comment