কবিতা
যেখানে কপর্দকশূন্য
কৌশিক বন্দ্যোপাধ্যায়
মুক্তধারা
ফিরে এসো প্রিয়-
অশান্ত আগুনে জ্বলে পুড়ে
খাক্ হয়ে থাকা সময়ের মাঝে
রণাঙ্গনে নিরাশ্রয় কপর্দকশূন্য যেখানে প্রায়
লক্ষ্যকে সামনে রেখে বিজয়ের পথে।
অযুত সঙ্কট হত্যালীলা আগ্রাসী কামনা
জাতীয় বিপর্যয়ের মাঝ বরাবর
স্বাধীনতার মন্ত্রচ্চারণ শোনাতে অনিবার।
ধ্বংস থেকে সৃষ্টির উপত্যকায়
শেষ থেকে শুরুর দাবিতে
যে তুমি বারংবার উচ্চকিত ছিলে
মানবতার জয়মাল্য রচনায়
নিঃশঙ্ক চিতে আরোও একবার ফিরে এসো তুমি যীশু
ভেঙেচুরে দুমড়ে-মুচড়ে দাও উদ্ধত হিংসা যত
চূড়ান্ত ভেদ আর অনৈক্যের মূলে কুঠারাঘাত এনে ....
Comments :0