POETRY | JOYNUL ABEDIN | FERA | MUKTADHARA — 2025 JANUARY 16

কবিতা | জয়নাল আবেদিন | ফেরা — মুক্তধারা — ২০২৫ জানুয়ারি ১৬

সাহিত্যের পাতা

POETRY  JOYNUL ABEDIN  FERA  MUKTADHARA  2025 JANUARY 16

কবিতা | মুক্তধারা

ফেরা

জয়নাল আবেদিন

এভাবে চলে যেতে পারো না 

অন্তত কিছুটা রেখে যাও কিছুটা 

নিয়ে যাও।

 

খালি হাতে যেয়ো না।

 

জলের কাছে ছিলে সাঁতার দিলে না 

মানুষের পাশে ছিলে হাত ধরলে না 

শুধু যাওয়া আর আসার পথ দেখে গেলে 

তবু সেই পথে হাঁটলে না একদিনও।

 

এভাবে যেতে পারো না 

এভাবে কবিতার কাছে ফেরা যায় 

ঘরে ফেরা যায় না।

Comments :0

Login to leave a comment