কবিতা
কবে?
শীতল চট্টোপাধ্যায়
নতুনপাতা
কতদিন যেন বাড়িতে অটিক স্কুলও রয়েছে বন্ধ
কাশ্মীরে শিশুর-শিশু বেলাটার থেমে গেছে শিমু ছন্দ।
ওদের চেনা স্কুল পথে ছিল ফুলের পাপড়ি ঝরা
এখন সে পথে ভয় পাওয়া আর চমকে যাওয়ায় ভরা,
স্কুলগুলো যেন বোবা হয়ে গেছে নেই কোনো কলরব
কবে স্কুল গুলো ফিরে পাবে স্বর পড়ুয়ারা এলে সব।
কী দেখে আর কী পেয়ে দিন করছে শিশুরা পার
ওদের চোখের সামনে শুধুই না বোঝার কারাগার।
কোন হিংসায় পৃথিবীতে শিশু এমন শাস্তি পায়
কত বাড়া বাকী অসভ্যতা, সভ্য পৃথিবীটায়?
বড় হিংসায়- ছোট শিশুরা হয়ে যায় কেন ক্ষয়
কবে শিশুরা জানবে হয়েছে শিশু ঘাতকের লয়।
Comments :0