কবিতা
শহীদ ক্ষুদিরামের কড়চা
গোপাল মন্ডল
মুক্তধারা
১.
বিপ্লবী ক্ষুদিরাম আর বেঁচে নেই
আর পাড়েনা জাম,
আজ ক্ষুদিরাম কয়লা ভাঙে
শ্রাবন মাসে ঝরেই ঘাম।
২.
বিপ্লবী ক্ষুদিরাম মরেই গ্যাছে
দেশের জন্যে দিলেন প্রান,—
আজ ক্ষুদিরাম কাটছে ধান
কার্ত্তিক ও অগ্রান।
৩.
বিপ্লবী ক্ষুদিরাম মজাফরপুরেই
পুলিশের হাতে পড়ল ধরা,
আজ ক্ষুদিরাম ফুলে
ফেঁপেই
এ-ধরাকেই ভাবছে সরা।
৪.
বিপ্লবী ক্ষুদিরাম মরেই গ্যাছে
ফাঁসির মঞ্চে দিলেন জান,
আজ ক্ষুদিরাম দলের দাদা
ঝান্ডাতেই আকুল প্রান।
৫.
বিপ্লবী ক্ষুদিরাম, আড়াল থেকেই—
ছুঁড়ল বোমা ব্রিটিশ গাড়ি,
আজ ক্ষুদিরাম খুঁটির জোরেই—
তুলছে দেখুন পেল্লাই বাড়ি।।
Comments :0