কবিতা | মুক্তধারা
ভুল ভেঙেছে
সুখেন্দু মজুমদার
দুলতে গেছি দোদুল দুল
ঘুমের ঘোরে ভাঙল ভুল।
ভুলের শুনি দেশ কোথায়
খুঁজতে কারা ডাক পাঠায়।
যাবার পথে কাটল সুর
তখন মোটে রাতদুপুর।
রাতদুপুরে ঘুমটা মাট এর আর
অমনি শুরু ঝগড়াঝাঁটি ।
থামিয়ে দিতে চাইছে মন
ভাল্লাগে আর কতক্ষণ।
একটু করে সময় যায়
হনহনিয়ে রাত গড়ায়।
রাতের কাছে কার ঠিকানা
আছে কি তার রোদের ডানা।
ভুলের কথা এবার যাক
ভোরের পাখি ডাক পাঠাক।
Comments :0