মানিকতলা জুড়ে তৃণমূলের দুস্কৃতীদের তান্ডব।ব হিরাগতদের জটলা।ফলস ভোট চলছে দেদার।বামফ্রন্টের এজেন্টদের বহু বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। ভোটের লাইনের পাশে বহু বুথে বহিরাগত দুস্কৃতীরা দাঁড়িয়ে
বিধানসভায় উপনির্বাচনে এমনই তাণ্ডবের অভিযোগ মানিকতলায়।
রায়গঞ্জে যদিও তার নয়। সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি শুরু। এ যেন এক বর্ষার ছুটির দিন কাটানো অধ্যায় চলছে। রাস্তায় পুলিশের গাড়ি এদিক ওদিক দৌড়াদৌড়ি ছাড়া ভোটের অনুৎসাহী রায়গঞ্জ। এখন পর্যন্ত কোথাও কোনো রকম অপ্রিয়কর পরিস্থিতি নেই। রায়গঞ্জে ভোটে তেমন আগ্রহ নেই ভোটারদের।
কোন বুথে দু জন কোনো বুথে ১ জন ভোট দিচ্ছেন। বুথের বাইরে পুলিশের সঙ্গে তৃণমূলের গল্পগুজব চলছে। নির্বাচন কমিশনের নির্দেশ মত বুথের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে।
মানিকতলা জুড়ে তৃণমূলের দুষ্কৃতীদের তান্ডব। বহিরাগতদের জটলা। ফলস ভোট চলছে দেদার। বামফ্রন্টের এজেন্টদের বহু বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। ভোটের লাইনের পাশে বহু বুথে বহিরাগত দুষ্কৃতীরা দাঁড়িয়ে।
Comments :0