টাংস্টেনের খনি করে গ্রামের পর গ্রাম উজাড় করা যাবে না। তামিলনাডুর মাদুরাইয়ে এই দাবিতে আন্দোলনে নেমেছেন গ্রামবাসীরা। রাজ্য বিধানসভায় কেন্দ্রের এই প্রকল্পের বিরোধিতা করে পাশ হয়েছে প্রস্তাবও।
মাদুরাই, ডিন্ডিগুল এবং শিবগঙ্গা জেলার প্রায় ৪০ হাজার একরে সমীক্ষা চালিয়েছে কেন্দ্র।
বুধবার ডিন্ডিগুলে জনসভায় কেন্দ্রের খনি নীতির কড়া সমালোচনা করেছেন সিপিআই(এম)’র পলিট ব্যুরো সদস্য এবং কোঅর্ডিনেটর প্রকাশ কারাত। তিনি বলেছেন, ‘‘বিরল খনিজ উত্তোলনের নতুন নীতি করেছে কেন্দ্রের বিজেপি সরকার। এই নীতি একেবারেই কর্পোরেটদের সুবিধা করে দেওয়ার জন্য। বিপন্ন হচ্ছেন বহু মানুষ।’’
তামিলনাডু পরিবেশ রক্ষা কমিটির কোঅর্ডিনেটর মুগিলান সংবাদমাধ্যমে বলেছেন, টাংস্টেন খননের রাস্তা থেকে সরে এসেছে চীন এবং স্পেনের মতো বিভিন্ন দেশ। পরিবেশের দূষণ বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত বদলাতে হয়েছে তাদের। সেই সঙ্গে টাংস্টেন খননে বহু মানুষকে উচ্ছেদ হতে হচ্ছে। আশেপাশের বহু এলাকার বাসিন্দারা গুরুতর শারীরিক সমস্যার মুখে পড়ছেন।
Prakash Karat Didigul
টাংস্টেন খনি প্রকল্পে চলছে প্রতিবাদ, ডিন্ডিগুলে জনসভায় ক্ষোভ কারাতের
×
Comments :0