COAL WORKERS PROTEST

বিক্রি হচ্ছে খনি, ভাতা বন্ধ শ্রমিকদের, বিক্ষোভ ইসিএল’র দপ্তরে

জেলা

COAL WORKERS PROTEST সাতগ্রাম এরিয়া কার্যালয়ের সামনে সিএমএসআই( সিআইটিইউ)'র বিক্ষোভসভায় বক্তব্য রাখছেন কয়লাশ্রমিক নেতা বংশগোপাল চৌধুরী। ছবি- মলয়কান্তি মণ্ডল। 

রাজস্ব বিনিময় পদ্ধতির নামে কয়লাখনি বেসরকারিকরণ হচ্ছে। খনির নিচে কর্মরত শ্রমিকের ভাতা বন্ধ করে দিচ্ছে ইসিএল। প্রতিবাদে ভারতের কোলিয়ারি সভা (সিএমএসআই)'র ডাকে কয়লা খনি শ্রমিকরা সোচ্চার হয়েছেন। 

বৃ্হস্পতিবার ইসিএল'র সাতগ্রাম এরিয়া জিএম কার্যালয়ের সামনে অবস্থান  বিক্ষোভ  হয়। কর্মসূচিতে শ্রীপুর ও সাতগ্রাম এরিয়ার কয়লা শ্রমিকরা শামিল হয়ে দাবিপত্র পেশ করেন। খনি শ্রমিকদের বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিএমএসআই'র সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরী, হিমাদ্রী চক্রবর্তী, স্বপন মুখার্জি, বশিষ্ঠ দুষাদ, শীতল চক্রবর্তী, রামলক্ষণ মাহাতো। সভাপতিত্ব করেন দেবীদাস ব্যানার্জি।

বংশগোপাল চৌধুরী বলেন, খনি কর্তৃপক্ষ স্বেচ্ছাচার চালাচ্ছে। কয়লাখনি শ্রমিকরা কয়লা শিল্পকে লাভের মুখ দেখিয়েছেন। ভূগর্ভে উন্নতমানের কয়লাস্তর থাকা সত্ত্বেও এমডিও (মাইনস ডেভেলপার অপারেটর) বা রাজস্ব বিনিময় পদ্ধতির নামে কয়লাখনি বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন কর্তৃপক্ষের দাদাগিরি চলবে না। 

কয়লা শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ইসিএল'র ২০টি খনিতে পর্যাপ্ত কয়লাস্তর মজুত থাকা সত্ত্বেও এমডিও পদ্ধতিতে কয়লা উৎপাদনের নামে বেসরকারিকরণের চক্রান্ত চলছে। ম্যানেজমেন্ট খনিগর্ভে কর্মরত শ্রমিকদের ভাতা বন্ধ করে দিচ্ছে। শ্রমিকদের পদোন্নতির নিয়ম মানছে না ইসিএল। কয়লাঞ্চলের ধস, গ্যাসের সমস্যা সমাধানের কোনও উদ্যোগ নেই। কয়লাখনি বিপন্ন। বিপন্ন কয়লাঞ্চলের মানুষ। কয়লা উত্তোলনের পর বালি দিয়ে ভরাট করা হচ্ছে না। কয়লাঞ্চলের মানুষের ক্ষোভ বাড়ছে। 

সাতগ্রাম এরিয়া ম্যানেজমেন্টের কাছে সিএমএসআই দাবি করে, সাতগ্রাম ও শ্রীপুর এরিয়ার চিকিৎসা কেন্দ্রে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে হবে। চিকিৎসা পরিষেবার ঘাটতি রয়েছে। পর্যাপ্ত চিকিৎসক নেই। খনি শ্রমিকদের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম  দিতে হবে। খনিশ্রমিকদের নিরাপত্তাজনিত প্রয়োজনীয় সুরক্ষাবিধি পালন করতে হবে। শ্রমিক আবাসনগুলির দ্রুত সংস্কার চাই। 

কয়লা শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, কেন্দ্রের বিজেপি সরকার কয়লাখনি সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা জলের দরে বিক্রি করছে। কয়লাখনির শেয়ার বিক্রি করছে। কোল ইন্ডিয়ায় আর মাত্র ১৩.১৪ শতাংশ শেয়ার বিক্রি হলে ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ ব্যক্তি মালিক বা শেয়ার গ্রাহকদের হাতে চলে যাবে। এদিনের বিক্ষোভসভায় ক্ষোভ উগরে দেন খনি শ্রমিকরা। কয়লাখনি বাঁচাতে সমস্ত কয়লাখনি শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানান শ্রমিক নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment