Migrant Worker Death

ফের মৃত্যু রাজ্যের পরিযায়ী শ্রমিকের

রাজ্য

তাজিবুল সেখের শোকার্ত পরিবার।

ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু বাংলার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম তাজিবুল সেখের(২৪)। বাড়ি নানুরের নবস্তা গ্রামে। ঘরে আড়াই বছর ও চার বছরের দুই কোলের মেয়েকে রেখেই দিন পঁচিশ আগে ভীনরাজ্যে পাড়ি দিয়েছিলেন। সংসারের চাপ সামাল দিতেই ঘরবাড়ি ছেড়ে বিঁভুইয়ে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল, সেখানে গতর খেটে রোজগার করে পরিজনদের নিশ্চিন্ত করা।  কিন্তু হয়েছে উলটোটাই। ঘরের ছেলে উপার্জনের টাকা বাড়ি ফেরে নি, বরং এসেছে তার অকাল মৃত্যুর সংবাদ। তাজিবুল দিন পঁচিশ আগে বাড়ি থেকে চেন্নাইয়ের ক্রোমপেট রাজমিস্ত্রির কাজের জন্য রওনা দেন। কারণ সেই একই। ঘরে থেকে জুটছিল না কাজ। অগত্যা দুই কোলের শিশু, স্ত্রী, অন্যান্য পরিজনদের পেটের ভাত জোগারের তাগিদে জেলার লক্ষ লক্ষ শ্রমিকের মত তাঁকেও বেছে নিতে হয়েছিল ভীনরাজ্যে যাত্রা। সেখানে কিছুদিন কাজ করার পর জ্বর হয়ে অসুস্থ হয়ে পড়েন এই নির্মান শ্রমিক। পরিবারের তরফে জানা গেছে, সহকর্মীদের সহযোগিতায় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে কিছুদিন চিকিৎসা চলার পর দিন দুয়েক আগে মধ্যরাতে মৃত্যু হয় তাঁর। তাজিবুলের সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ে গোটা পরিবার। শুরু হয় খোঁজ খবর।  অবশেষে মেলে মৃত্যুর সংবাদ। চেন্নাইয়ের উদ্দেশ্যে দৌড়ে যান পরিবারের সদস্যরা। শ্রমিকের সহকর্মীদের সহায়তায় হাসপাতালে গিয়ে মৃতদেহ চিহ্নিত করেন পরিবারের সদস্যরা। মৃত্যুর খবর শুনে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নার রোল পাড়া জুড়ে। দুধের দুই শিশু তাকিয়ে রয়েছে ফ্যাল ফ্যাল করে। তারা এখনও বুঝতেই পারে নি, তাদের আদরের আব্বা আর ফিরবে না। ঘটনার খবর পেয়ে গ্রামে গিয়ে শোকার্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ।

Comments :0

Login to leave a comment