On This Day 2008

নিজেদের তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ম্যান ইউনাইটেড জিতেছিল আজকের দিনে

খেলা

আজ ২১মে। ২০০৮ সালের আজকের দিনেই ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল। ফাইনালটি হয়েছিল মস্কোর লুজনিকি স্টেডিয়ামে। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল প্রিমিয়ার লিগের আর এক জায়ান্ট চেলসি। ম্যাচের ফলাফল হয়েছিল টাই ব্রেকারে। চেলসির এটি প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ছিল। আব্রাম গ্র্যান্ট সেই সময় চেলসির ম্যানেজার ছিলেন। সেমিফাইনালে লিভারপুলকে হারিয়ে ফাইনালে উঠেছিল ' দ্যা ব্লুজ 'রা। অন্যদিকে স্যার আলেক্স ফার্গুসন নিজের দ্বিতীয়বার ফাইনালে উঠেছিলেন বার্সিলোনাকে হারিয়ে। প্রথমার্ধের ২৬মিনিটেই রোনাল্ডোর দুর্দান্ত হেড গোলে এগিয়ে যায় ম্যান ইউনাইটেড। তবে সেই গোল শোধ হয়ে যায় ৪৫মিনিটের মাথায়। চেলসির মিডফিল্ডার ল্যাম্পার্ড শোধ দেন গোলটি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে । সেখানেই কোনো ফয়সালা না হওয়ায় টাই ব্রেকারেই নির্ণয় হয় ম্যাচের ফলাফল। ম্যাচের মধ্যে রোনাল্ডো গোল করলেও পেনাল্টিতে মিস করেন তিনি। গোল করেন তেভেজ , ক্যারিক , হার্গিবস , ন্যানি ,এন্ডারসন ও গিগস । চেলসির হয়ে গোল করেন বালাক , বেলোত্তি , ল্যাম্পার্ড, কোল , কালু ওগবা। মিস করেন টেরি ও  আনেলকা। আনেলকার শেষ শটটি দারুন দক্ষতায় বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন ইউনাইটেডের গোলরক্ষক ভ্যান ডার সার। নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সেই বছর ' ট্রেবেল ' ( ত্রিমুকুট ) জিতেছিল ম্যানচেস্টার। প্রিমিয়ার লিগ ,ক্লাব বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল তারা। সেই বছর রোনাল্ডো হয়েছিলেন উয়েফার সেরা ফুটবলার এবং সেই সঙ্গে সঙ্গে জিতেছিলেন ব্যালন ডি অর। এরপর প্রায় ১৫বছর ধরে মেসি এবং রোনাল্ডো ফুটবল বিশ্বে নিজেদের একাধিপত্য কায়েম করেছিল। এরপর ২০০৯ এবং ২০১১ ফাইনালে উঠেও বার্সিলোনার কাছে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।

 

Comments :0

Login to leave a comment