Bangladesh Human Corridor

‘মানবিক করিডোর’ নিয়ে আপত্তি বাংলাদেশের সেনাপ্রধানের

আন্তর্জাতিক

বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান

মীর আফরোজ জামান, ঢাকা

বার্মার সঙ্গে সংযোগের করিডোর খোলার এক্তিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। বুধবার এমনই মত জানিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। জানা গিয়েছে, এদিন সেনা সদরে অফিসারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জানা গিয়েছে যে সেনা প্রধানের আপত্তির অন্যতম কারণ এই যে বাংলাদেশে অন্তর্বর্তী এই সরকার নির্বাচিত নয়। তাঁর বক্তব্য,  একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতি অনুসরণ করে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। 
এদিনই অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন যে করিডোরের বিষয়টি জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবে না সরকার।    
জানা গিয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দরের বিষয়েও কোনো সিদ্ধান্ত এই সরকারের নেওয়া উচিত নয় বলে সেনা প্রধান উল্লেখ করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস দ্রুত নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের সময় সংক্রান্ত স্পষ্ট কোনও ঘোষণা নেই এখনও। জানা গিয়েছে সেনাপ্রধান এই পরিস্থিতিতে খেদ জানিয়েছেন।
গত নয় মাস ধরে সেনাপ্রধান হিসেবে তিনি ‘অভিভাবকহীন’ হয়ে রয়েছেন বলে উল্লেখ করেন।
বার্মার রাখাইন প্রদেশের সঙ্গে যোগাযোগের জন্য এই মানবিক করিডোরের প্রস্তাব রাষ্ট্রসঙ্ঘের। তবে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশে প্রভাব ফেলবে বলে আশঙ্কা।

Comments :0

Login to leave a comment