General Strike

ধর্মঘটের সমর্থনে চা বাগানে সভা

জেলা

আলিপুরদুয়ার জেলার রহিমাবাদ চা বাগানে শুক্রবার শ্রমিক সভা।

নূন্যতম ৯ হাজার টাকা পেনশন, পেনশনের সাথে ডিএ যুক্ত করা, অবসরপ্রাপ্ত শ্রমিকদের চিকিৎসার দায়িত্ব সরকারকেই নিতে হবে এবং রেলে বয়স্ক যাত্রীদের কনসেশন পুনর্বহাল করার দাবিতে আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে রহিমাবাদ চা বাগানের পেনশনারদের সভা হয়। সভা পরিচালনা করেন আব্দুস সামাদ।
বক্তব্য রাখেন শ্রমিকনেতা বিদ্যুৎ গুন এবং সীতা ওরাঁও। নেতৃবৃন্দ বলেন, বাগানের শ্রমিকরা সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। পাশাপাশি অবসর প্রাপ্ত শ্রমিকদের অবস্থাও ভালো নয়।  ৯  জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটে শ্রমিকরা তাদের পেনশন সহ বিভিন্ন দাবিতে সরব হবেন। শ্রম আইনের পরিবর্তে শ্রমকোড চালু করে শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার। শ্রমকোড চালু হলে শ্রমিকদের অর্জিত অধিকার মোটেও সুরক্ষিত থাকবে না। দেশের সমস্ত শ্রমিকদের স্বার্থে শ্রমকোড বাতিল করতেই হবে। নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় সরকার কর্পোরেটদের স্বার্থ রক্ষা করে চলছে তার ফলে রাষ্ট্রায়ত্ত শিল্প আক্রান্ত। খাদ্যের অধিকার স্বাস্থের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে  পরিকল্পিত ভাবে।  নেতৃবৃন্দ সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানান।

Comments :0

Login to leave a comment