শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে ভুল চিকিৎসার কারণে মাতৃগর্ভেই শিশুমৃত্যুর ঘটনার সঠিক তদন্তের দাবি জানালো ডিওয়াইএফআই। শুক্রবার ডিওয়াইএফআই দার্জিলিও জেলা কমিটির পক্ষ থেকে সিএমওএইচ-কে স্মারকলিপি দেওয়া হয়েছে।
  জানা গেছে, উৎপল বিশ্বাস তাঁর সাত মাসের গর্ভবতী স্ত্রী পল্লবী সরকার বিশ্বাসকে ২১ মে রাতে শিলিগুড়ির মায়া সান্যাল নার্সিংহোমে ভর্তি করেন। সেই সময় স্ত্রী-চিকিৎসক ছিলেন না। ফলে কোন চিকিৎসা না করেই গর্ভবতী মহিলাকে ফেলে রাখা হয়। ২২ তারিখ সকালে ছ’টা নাগাদ স্ত্রী-চিকিৎসক রোগীকে দেখতে আসেন এবং সেই সময়তেই রেডে থাকা অবস্থাতেই ওই মহিলা সন্তানের জন্ম দেন। এরপর চিকিৎসক রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। পরবর্তীকে ওই পরিবারটিকে জানানো হয় মহিলা মৃত সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু সদ্যোজাতকে দেখতে দেওয়া হয়নি পরিবারকে। চাপ সৃষ্টি করা হলে ২২ মে সকাল ১১টা নাগাদ সদ্যোজাতকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ তুলে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সঠিক সময়ে সঠিক চিকিৎসা পরিষেবা পেলে সদ্যোজাত শিশুর মৃত্যু হতো না। এরপরে বিকেল তিনটা নাগাদ পরিবারের সাথে কোন যোগাযোগ না করেই কর্তব্যরত চিকিৎসক ফের মহিলাকে ওয়াশ করার কথা বলে অপারেশন থিয়েটারে নিয়ে যাবার চেষ্টা করলে মহিলা যেতে না চাওয়ায় পরিবারের সাথে যোগাযোগ করা হয়। পরিবারের পক্ষ থেকে ফের ওয়াশের কারণ জানতে চাইলে নার্সিংহোম কর্তৃপক্ষ উপযুক্ত কোন কারণ বা তথ্য দিতে পারেনি। গোটা বিষয়টি এদিন সিএমওএইচ-র উদ্দেশ্যে দেওয়া স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে।  স্মারকলিপি দেবার সময় উপস্থিত ছিলেন যুবনেতা সাগর শর্মা, শাশ্বতী সাহা, দীপঙ্কর সরকার, বাবুসোনা সূত্রধর, অনিন্দ্য দাস এবং পরিবারের সদস্যরা। সিএমওএইচ-র অনুপস্থিতিতে স্বাস্থ্য আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
 
Siliguri DYFI
শিলিগুড়িতে শিশুমৃত্যু, সঠিক তদন্তের দাবি ডিওয়াইএফআই’র
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0