বলতে পারো
অমল কর
নতুনপাতা
জিজ্ঞাসা
১. বিপ্লবী ক্ষুদিরাম বসু সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
২. ক্ষুদিরাম বসু কোন্ ছদ্মনাম গ্ৰহণ করেন?কোন স্টেশনে তিনি ধরা পড়েন?
৩.৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্বন্ধে যা জানো সংক্ষেপে বলো।
৪. কাকে বলা হয় কলিঙ্গের কাশ্মীর?
৫. ডলফিন ও কুমিরের কতগুলো দাঁত থাকে?
৬. কোন্ কোন্ দেশের মুদ্রার নাম "পেসো"?
সমাধান
১. ক্ষুদিরাম বসু( জন্ম ০৩/১২/১৮৮৯ সাল) কুখ্যাত ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে বোমা মেরে হত্যার বদলে দুজন ব্রিটিশ মহিলাকে হত্যার অপরাধে বিচারে সাড়ে ১৮ বছর বয়সে ১১/০৮/১৯০৮ সালে ফাঁসি হয়।
২. ক্ষুদিরাম বসু হরেন সরকার ছদ্মনাম গ্ৰহণ করেন।ওয়াইনি স্টেশনে তিনি ধরা পড়েন। বর্তমানে সেই স্টেশনের নাম ক্ষুদিরাম বসু পুসা স্টেশন।
৩. ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (মূলভাবনা ফ্রান্স) শুরু ৪ ডিসেম্বর ( ধনধান্যে প্রেক্ষাগৃহে),শেষ ১১ডিসেম্বর
(রবীন্দ্রসদনে)।জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে তপন সিংহ,হরিসাধন দাশগুপ্ত, বংশী চন্দ্রগুপ্ত প্রমুখকে। বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদনে মনোজ মিত্র প্রমুখকে।২৯ টি দেশের ছবি দেখা যাবে। প্রতিযোগিতায় থাকবে কাহিনি চিত্র, স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র।
৪. ওড়িশার একমাত্র শৈলগ্ৰাম কন্ধমাল জেলায় দাড়িংবাড়িকে(সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০৮৪ ফুট উচ্চতায় অবস্থিত) পূর্ব ভারতের কাশ্মীর বলা হয়। এখানকার মিদুবান্দা জলপ্রপাত বা দাড়িংবাড়ি জলপ্রপাত বিখ্যাত।
৫. ডলফিনের ৮০ টি এবং কুমিরের ৬৪ টি দাঁত থাকে।
৬. আর্জেন্টিনা, কিউবা ও চিলির মুদ্রার নাম "পেসো"।
Comments :0