QUZEE / NatunPata — AML KAR / 31 AUGUST - ANS.

বলতে পারো — অমল কর / সমাধান / ৩১ আগস্ট - নতুনপাতা

ছোটদের বিভাগ

QUZEE  NatunPata  AML KAR  31 AUGUST - ANS

বলতে পারো   

অমল কর  

সমাধান / ৩১ আগস্ট

জিজ্ঞাসা
১) বিশ্বকাপ ফুটবলে মোট কতজন গোল্ডেন বুট পান?
২) বিশ্বকাপ ফুটবলে কে দ্রুততম হলুদ কার্ড দেখেন?
৩) একটা পূর্ণাঙ্গ গাছ বছরে কতটা অক্সিজেন উৎপন্ন করে ও কত ডিগ্ৰি তাপমাত্রা কমাতে পারে?
৪)১৯৯৯ সালে বিবিসি-র সমীক্ষায  বিশ্বের চারজন বিশিষ্ট চিন্তাবিদ বা মনীষী কে কে?
৫)ভানু বন্দ্যোপাধ্যায় ও জহর রায় জুটিতে মোট কতগুলো চলচ্চিত্র নির্মিত হয়?
৬)বিশ্বের ৫টি বড়ো সাগর কোনগুলো ?

সমাধান
১) ১৯৩০ থেকে ২০২২ পর্যন্ত মোট ২২টি বিশ্বকাপ ফুটবলে ২২ জন ফুটবলার গোল্ডেন বুট পান সর্বাধিক গোলদাতা হিসেবে।প্রথম বিজয়ী  গিলারমো স্টেবল (আর্জেন্টিনা ),
সর্বশেষ ফ্রান্সের কিলিয়ান এমবাপে
   __ উভয়েই ৮টি করে গোলদাতা।
২)২০১৮ সালে সুইডেনের বিপক্ষে              
বিশ্বকাপ ফুটবলে খেলা শুরুর ১১
সেকেন্ডে মেক্সিকোর জেসুম গালিয়ার্দো হলুদ কার্ড দেখেন।
৩) একটা পূর্ণাঙ্গ গাছ বছরে ২৫০ পাউন্ড 
অক্সিজেন উৎপন্ন করে এবং ২_৮ ডিগ্ৰি
সেলসিয়াস তাপমাত্রা কমাতে পারে।
৪)১৯৯৯ সালে বিবিসি এক সমীক্ষায় 
পর্যায়ক্রমে কার্ল মার্কস, আইনস্টাইন,
আইজ্যাক নিউটন এবং চার্লস ডারউইনকে বিশ্বের চার সেরা চিন্তাবিদ বা মনীষী হিসেবে প্রতিপন্ন করেন।
৫)ভানু বন্দ্যোপাধ্যায় ও জহর রায় জুটিতে মোট ৯০ টি চলচ্চিত্র রচিত।
৬)দক্ষিণ চিন সাগর,আরব সাগর,
ক্যারাবিয়ান সাগর, ভূমধ্যসাগর ও
ওখাটস্ক সাগর বিশ্বের ৫টি বড়ো সাগর।

Comments :0

Login to leave a comment