Article 370

৩৭০ ধারা বাতিল করা নিয়ে শুনানিতে সবুজ সংকেত সুপ্রিম কোর্টের

জাতীয়

সুপ্রিম কোর্ট শুক্রবার বলেছে যে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা (Article 370) বাতিল করার কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দাখিল করা একাধিক পিটিশনের প্রাথমিক তালিকার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিমহা এবং জে বি পারদিওয়ালার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সিনিয়র আইনজীবী রাজু রামচন্দ্রনের দাখিল করা আবেদন উল্লেখ করেছে। রামচন্দ্রন আবেদনকারীদের একটি পক্ষের আইনজীবী হিসেবে উল্লেখ করেন যে আবেদনগুলির একটি জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন।


এর আগে, গত বছরের ২৫ এপ্রিল এবং ২৩ সেপ্টেম্বর, তৎকালীন প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে একটি বেঞ্চ, ৩৭০ ধারা বাতিল করার কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দাখিল করা আবেদনের শুনানির জন্য একটি তালিকা করতে সম্মত হয়েছিল। প্রাক্তন প্রধান বিচারপতি রামানা এবং বিচারপতি আর সুভাষ রেড্ডি, যারা আবেদনের শুনানি করা পাঁচ বিচারপতির বেঞ্চে ছিলেন, তাদের অবসর হয়ে যাওয়ায় আবেদনের শুনানির জন্য শীর্ষ আদালতকে পাঁচ বিচারপতির বেঞ্চ পুনরায় গঠন করতে হবে।

Comments :0

Login to leave a comment