STORY \ NIMAI CHAND HALDER \ HIMANTI DUPUR O BARADIN \ MUKTADHARA \ 23 DECEMBER 2024

গল্প \ হৈমন্তী দুপুর ও বড়দিন — নিমাই চাঁদ হালদার \ মুক্তধারা \ ২৩ ডিসেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

STORY  NIMAI CHAND HALDER  HIMANTI DUPUR O BARADIN   MUKTADHARA  23 DECEMBER 2024

অন্যগল্প
হৈমন্তী দুপুর ও বড়দিন

নিমাই চাঁদ হালদার

মুক্তধারা 


ইচ্ছে করে আমরণ হৈমন্তী দুপুর হয়ে থেকে যাই মনখারাপের দেশে, নির্জন গীর্জার চারিধারে চিরহরিৎ বৃক্ষ হয়ে জন্মাই।  স্মৃতি-প্রান্তরে পাঠাই পাগল হাওয়ার ঘূর্ণি, সমুদ্রে তুলি উত্তাল গর্জন, দিগন্তহীন অসীমে শ্রীমতী পক্ষিনী হয়ে শুধুই উড়ে চলি  অপরিসীমার পথ ধরে, দহিত দিনের দুঃখ-দক্ষিনা দেবহুতির দর্শনে দ্রবীভূত হ'লে পথে-প্রান্তরে প্রশ্রিত প্রদোষে প্রকটিত  পৌষীর পৌষ্পীশরে নক্ষত্রপ্রলাপ সূচিত, লিপিবদ্ধ হয় ভ-চক্রে ভঙ্গললিত চতুষ্পদীতে।

Comments :0

Login to leave a comment