SUJAN CHAKRABORTY LALBAZAR

লালবাজারে সিদ্দিকির সঙ্গে
দেখা করতে বাধা চক্রবর্তীকে

রাজ্য

SUJAN CHAKRABORTY LALBAZAR

লালবাজারে বন্দি বিধায়ক নৌশাদ সিদ্দিকির সঙ্গে দেখা করতে দেওয়া হলো না সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তীকে দেখা করতে দেওয়া হলো না। পুলিশের আচরণে তীব্র ক্ষোভ জানিয়েছেন চক্রবর্তী। 

মঙ্গলবার লালবাজারের বাইরে চক্রবর্তী বলেছেন, ‘‘জঙ্গলের রাজত্ব চলছে রাজ্যে। আইনজীবীকে সঙ্গে নিয়ে আমি গিয়েছিলাম। আর কেউ ছিলেন না। পুলিশ বলল আইনজীবী বা পরিবারের লোক ছাড়া আর কাউকে দেখা করতে দেওয়া হবে না। বলেছিলাম, তা’হলে আইনজীবীকে অন্তত দেখা করতে দিন। কিন্তু আইনজীবীকেও দেখা করতে দেওয়া হয়নি।’’

চক্রবর্তী বলেছেন, ‘‘দুর্ব্যবহার করা হচ্ছে নৌশাদ সিদ্দিকি এবং তাঁর সঙ্গীদের সঙ্গে। অপরাধীরা রাজ্য চালাচ্ছে পশ্চিমবঙ্গে। এ চলতে পারে না।’’  

২১ জানুয়ারি ধর্মতলায় দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশের ডাক দিয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ। ভাঙরে দলের কর্মীদের সমাবেশে আসার পথে মারাত্মক হামলা করে তৃণমূল কংগ্রেস। নেতৃত্ব দিতে দেখা যায় তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। ধর্মতলায় সমাবেশে বাধা দেয় পুলিশ। অথচ হাতিশালায় আক্রমণের সময় নিশ্চুপ হয়ে ছিল এই পুলিশই। নৌশাদ সিদ্দিকি সহ ১৮ জন আইএসএফ কর্মী এখন লালবাজারে পুলিশ হেপাজতে রয়েছেন। 

চক্রবর্তী মঙ্গলবার বলেন, ‘‘কী অপরাধ করেছেন ওঁরা। সমাবেশ করার অধিকার সব রাজনৈতিক দলেরই রয়েছে। যারা ওঁদের ওপর হামলা করল তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে।’’ 

চক্রবর্তী বলেছেন, ‘‘নবান্নের নির্দেশে এই আচরণ দেখাচ্ছে রাজ্যের পুলিশ। এমনকি পরিবারের সদস্যসদের সঙ্গেও একান্তে কথা বলতে দেওয়া হচ্ছে না। এ রাজ্যের ভয়াবহ পরিস্থিতি চলবে। মাঠে নেমে লড়াই হচ্ছে। সে লড়াই চলবে।’’                     

Comments :0

Login to leave a comment