Siliguri Ashoke Bhattacharya

শিলিগুড়িতে নির্দল প্রার্থী নিলেন লাল ঝান্ডা

জেলা

Siliguri Ashoke Bhattacharya

পৌর নির্বাচনে লড়েছিলেন নির্দল প্রার্থী হয়ে। সেই মহম্মদ রাজু শাহবজিই এবার সিপিআই(এম) কর্মীর ভূমিকা নেওয়ার সিদ্ধান্ত জানালেন। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন শিলিগুড়ি ৬ নম্বর ওয়ার্ডের ১৩ জন যুবক। 

বুধবার হিলকার্ট রোডে সিপিআই(এম) দার্জিলিঙ জেলা দপ্তর অনিল বিশ্বাস ভবনে তাঁদের হাতে লাল ঝান্ডা তুলে দেন পার্টিনেতা অশোক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সৌরভ সরকার, সৌরভ দাস, বিমল পাল, বুলবুল চ্যাটার্জি ও সুরজ কুন্ডু।  

এরা কেউ কেউ বেকার আবার কেউ বা পড়াশোনা করছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত বর্তমান পৌর বোর্ডের সময়ে পৌর পরিষেবা ভেঙে পড়া তাঁদের ক্ষোভের অন্যতম কারণ। মহম্মদ রাজু বলেন, সিপিআই(এম)'র গরিব মানুষের বিভিন্ন দাবিতে লড়ে যাচ্ছে। নীতি ও আদর্শ মেনে কাজ করার চেষ্টা করব।  

তাঁদের অভিযোগ, এলাকার অনেক যুবদের সিপিআই(এম) আসতে বাধা দেওয়া হচ্ছে। ভয়ে অনেকেই সরাসরি যুক্ত হতে পারছে না। 

Comments :0

Login to leave a comment