Siliguri

জনসংযোগ অভিযান শিলিগুড়িতে

রাজ্য জেলা

শিলিগুড়ি শহর তথা শহরবাসীর প্রতিদিনের জলন্ত দাবিদাওয়াকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পৌর কর্পোরেশনের সার্বিক ব্যর্থতা তুলে ধরে সিপিআই(এম)'র গোটা জানুয়ারি মাস ব্যাপী জনসংযোগ কর্মসূচীর পাশাপাশি আগামী ২১ জানুয়ারি মিছিল ও অবস্থান বিক্ষোভ সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে ধারাবাহিক প্রচার চলছে। প্রচার চলছে গত এক বছর সময়ে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বর্তমান বোর্ডের শহর জুড়ে উন্নয়ন স্তব্ধতার বিরুদ্ধে। শহরবাসীর প্রতিদিনের চূড়ান্ত হয়রানি, পানীয় জল কষ্ট, শহরের আইনশৃঙ্খলার অবনতির বিষয়ও প্রচারের আলোয় উঠে আসছে। 
২১ তারিখের কর্মসূচিকে ঘিরে মহিলারাও ঐক্যবদ্ধভাবে প্রচারে নেমে পড়েছেন। প্রবল শীতকে উপেক্ষা করেই সকাল সন্ধ্যায় বাড়ি বাড়ি ঘুরছেন মহিলারা। জনসংযোগ গড়ে তুলে ওয়ার্ডে ওয়ার্ডে মহিলারা মানুষের কাছে আবেদন জানাচ্ছেন। নিবিড় প্রচারে ব্যাপক সাড়া মিলছে সাধারণ শহরবাসীদের কাছ থেকে। তারই অঙ্গ হিসেবে বুধবার দুপুরে সিপিআই(এম) ২নং এরিয়া কমিটির পক্ষ থেকে শহরের বাজার এলাকায় সিপিআই(এম) কর্মী সমর্থকরা গণঅর্থ সংগ্রহের পাশাপাশি জনসংযোগ অভিযানে সামিল হলেন। শ্রমিক ও মহিলা সংগঠনের নেতৃত্বদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বিধান মার্কেট, হিলকার্ট রোড, ঋষি অরনিন্দ রোড সহ বিস্তীর্ন এলাকায় একই সাথে লিফলেটও বিলি করা হয়েছে। এদিনের কর্মসূচীর সমাপ্তি হয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের গোষ্ঠপালের মূর্তির সামনে। সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। 
তৃণমূলের দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, গরীবের বন্ধ ভাতা চালু সহ নানা দাবিদাওয়া নিয়ে আগামী ২১জানুয়ারি সিপিআই(এম) ২নং এরিয়া কমিটির উদ্যোগে মিছিল ও অবস্থান বিক্ষোভ সভা অনুষ্ঠিত হবে। এয়ার ভিউ মোড় থেকে মিছিল শুরু হয়ে হাসমিচকে পৌঁছে সেখানেই তিনঘন্টা ব্যাপী অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন ২নং এরিয়া কমিটির সম্পাদক সৌরভ সরকার। সাথে ছিলেন, বিশ্বজিৎ নাগ, তানিয়া দে, বুলবুল চ্যাটার্জি, মোহন পান্ডা, শিখা চ্যাটার্জি, সুরজ কুন্ডু প্রমুখ।

Comments :0

Login to leave a comment