হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। হাসপাতাল সূত্রে জানা গেছে শুক্রবার দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন ব্রঙ্কাইটিসের কারণে। হাসপাতালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে বৃহস্পতিবারই তাঁর জ্বর হয়। তারপত তাঁকে হাসপাতলে ভরতি করা হয়। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
স্যার গঙ্গা রাম হাসপাতালের ট্রাস্ট সোসাইটির চেয়ারম্যান ডিএস রানা বলেছেন, ‘জ্বরের কারণে চেষ্ট মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক অরূপ বসু এবং তাঁর দলের তত্ত্বাবধানে সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল জানিয়েছে যে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল’। চলতি বছরে দ্বিতীয় বার হাসপাতালে ভর্তি হলেন ৭৬ বছর বয়সী কংগ্রেসর প্রাক্তন সভানেত্রী।
এর আগে গত ৪ জানুয়ারি শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেই কারণে ওইদিন ভারত জোড়ো যাত্রায় মাত্র ৭ কিমি হেঁটে ফিরে আসেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। ওইদিন সন্ধ্যায় পদযাত্রা প্রবেশ করে উত্তর প্রদেশে।
Comments :0