Budge budge NET

বজবজে বিক্ষোভ নেট পরীক্ষার্থীদের

রাজ্য জেলা

দক্ষিণ ২৪ পরগনার বজবজের বিবিআইটি স্কুলে নেট(NET) পরীক্ষার্থীদের বিক্ষোভ। পরীক্ষার্থীদের অভিযোগ এডমিট কার্ডে এই স্কুলের নাম, ঠিকানা থাকলেও স্কুল কর্তৃপক্ষ কোনো প্রকার সহযোগিতা না করার পাশাপাশি, ভোর বেলা থেকেই কয়েকশো পরীক্ষার্থী এই স্কুল গেটের সামনে এসে ভিড় জমালেও, কেন ছাত্রছাত্রীরা স্কুলের সামনে ভিড় করছেন তাও নিরাপত্তা রক্ষির মাধ্যম দিয়ে জানতে চাওয়া হয়নি। সকাল ন'টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, নটা কুড়িতেও স্কুলে প্রবেশ করতে না দেওয়ায় চূড়ান্ত হতাশায় পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। একজন পরীক্ষার্থীর দাবি স্কুল কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে জানতে চাইলে তাকে স্কুলের নিরাপত্তা রক্ষী মারধর করে। ছাত্র-ছাত্রীদের এও অভিযোগ দুদিন আগে তারা এই কেন্দ্রে এসে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে স্কুলের পক্ষ থেকে এই কেন্দ্রে নেট পরীক্ষার সিট পড়েছে বিষয়টি মেনে নেওয়া হলেও আজ কেন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হল না। সমগ্র বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তারা জানান "ন্যাশনাল টেস্টিং এজেন্সী (NTA) যাদের দ্বারা বর্তমানে এই নেট পরীক্ষাটি আয়োজিত হয় তাদের থেকে কোন প্রকার নোটিশ এই স্কুলকে পাঠানো হয়নি। যখন, যেই মুহূর্তে আমাদেরকে এই বিষয়ে জানানো হবে তখন থেকেই এই পরীক্ষার জন্য নির্ধারিত তিন ঘন্টা প্রতিটি পরীক্ষার্থী পাবে। আমরা স্কুলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের আপাতত অপেক্ষা করবার জন্য বলেছি। কিন্তু তাদের মনে হয়েছে আমরা তাদের সাথে কোন প্রকার সহযোগিতা করছি না, তাই তারা বিক্ষোভ দেখিয়েছে।" খানিক বাদেই স্কুল কর্তৃপক্ষের কাছে মেইল আসায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, ইউজিসি নেট পরীক্ষাটি একটি জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। যার মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়েতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা জুনিয়ার রিসার্চ ফেলো পদের যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়।

Comments :0

Login to leave a comment