VIDYASAGAR SETU

মেরামতি শুরু বিদ্যাসাগর সেতুতে, বদলাচ্ছে গাড়ির রুট

জাতীয়

মেরামতির কাজের জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলী সেতু বা বিদ্যাসাগর সেতু। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। মেরামতির কাজের জন্য অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে বেশ কিছু গাড়ি। 

প্রায় আট মাস চলবে মেরামতির কাজ। তবে দু’দিকের যান চলাচল একসঙ্গে বন্ধ করা হবে না। ১ নভেম্বর থেকেই শুরু হবে মিডিয়ান ভাঙার কাজ। প্রাথমিক কাজ শেষ হওয়ার পর হাওড়া যাওয়ার রাস্তা বন্ধ হবে। এই কাজ শেষ হলে কলকাতা আসার রাস্তা বন্ধ করা হবে। 

হুগলী রিভার ব্রিজ কমিশনকে লেখা চিঠিতে কলকাতা পুলিশের ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কমিশনার জানিয়েছেন মেরামতির কাজ চলার সময় পর্যাপ্ত সংখ্যায় স্বেচ্ছাসেবক মোতায়েন করতে হবে। হুগলী রিভাগ ব্রিজ কমিশন, পূর্ত দপ্তর, কলকাতা ও হাওড়া পুলিশ সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের যৌথ পর্যবেক্ষণ হয়েছে। 

কলকাতা হাওড়া যোগাযোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যাসাগর সেতু। ব্যস্ত এই রাস্তায় যান চলাচল সংক্রান্ত বিজ্ঞপ্তি বিশদে সব সংবাদমাধমে প্রচারের জন্যও কমিশনকে অনুরোধ জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। 

নভেম্বরের শুরুতে প্রাথমিক কাজ চালু হয়ে যাবে। আগামী বছরের জুন পর্যন্ত কাজ চলার কথা।   

Comments :0

Login to leave a comment