Adani acquiring more airport

আদানির হাতে যেতে চলেছে আরও বিমানবন্দর

জাতীয়

দেশের আরও বিমান বন্দর(Airport) যেতে চলেছে আদানির হাতে। আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেডের(Adani Airport Holdings Limited) সিইও অরুন বনসাল (Arn Bansal) সর্ব ভারতীয় একটি সংবাদ সংস্থাকে জানান সরকার আরও কয়েকটি বিমান বন্দরের দায়িত্ব আদানির মতো বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে প্রস্তুত। পাশাপাশি আদানিও আরও বিমান বন্দর অধিগ্রহণ করতে চায় বলেন জানান অরুণ। সেক্ষেত্রে নিলামের মাধ্যমে যারা সত্ত জিতবে তারাই বিমানবন্দর রক্ষণা বেক্ষণের দায়িত্ব পাবেন। বর্তমানে দেশের ৭টি বিমানবন্দর রয়েছে আদানির হাতে।

 
লখনউ ও আহমেদাবাদ বিমানবন্দর দুটি অ্যাসোচেমের কাছ থেকে সেরা আঞ্চলিক (Regional) বিমানবন্দরের শিরোপা পেয়েছে। এই দুটি বিমানবন্দরেরই রক্ষণা বেক্ষণ করে আদানি গ্রুপ (Adani Group)। বিজেপি ক্ষমতায় আসার পর সরকারি প্রায় সমস্ত সংস্থাই বেসরকারি হাতে তুলে দিয়েছে। রেল, বিএসএনএল, বিমানবন্দরগুলোর ক্ষেত্রে ইতিমধ্যেই বেসরকারি করণের দিকে হেটেছে সরকার। প্রসঙ্গত উত্তর প্রদেশ ও গুজরাট দুটোই রাজ্যেই বিজেপি শাষিত। ফলে খুব সহযেই লখনউ ও আহমেদাবাদ বিমানবন্দর দুটি বেসরকারি সংস্থা আদানির হাতে তুলে দিতে পেরেছে কেন্দ্র। ভবিষ্যতে নিশ্চিত আরও বিমান বন্দর আদানির হাতে যাবে। সেক্ষেত্রে বিমান যাত্রীদের থেকেই কাটবে বাড়তি টাকা ও হয়তো দিতে হবে অতিরিক্ত মাশুল, আর মুনাফা লুটবে আদানি।

Comments :0

Login to leave a comment