MD SALIM CHOPRA FIR

এফআইআর করে সিপিআই(এম)’র কন্ঠরোধ করা যাবে না:সেলিম

রাজ্য

ফাইল ছবি।

এফআইআর’র ভয় দেখিয়ে সিপিআই(এম)-র কন্ঠরোধ করা যাবে না। চোপড়ায় সালিশী সভা ডেকে প্রকাশ্য নির্যাতন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
নির্যাতনের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন সেলিম। তারপর ব্যবস্থা নিতে বাধ্য হয় পুলিশ। দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়। নির্যাতিতাকে দিয়ে সেলিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করানো হয়েছে। তার ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। 
সোমবার জননেতা জ্যোতি বসুর জন্মবার্ষিকী অনুষ্ঠানে নিউ টাউনে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দেন সেলিম।
রাস্তায় দাঁড়িয়ে যেভাবে জেসিবি বাহিনী নির্যাতন করেছে তারপর তিনদিন পুলিশ নিষ্ক্রিয় ছিল। যে ভিডিও করেছে বলে এই বাহিনী সন্দেহ করেছে, তাকেও ঘরছাড়া করেছে। তার ভিডিও ডিলিট করা হয়েছে। পাকেচক্রে পেয়ে গিয়েচিলাম বলে ভিডিো সোশাল মিডিয়ায় দিতে পেরেছিলাম। তার জেরে তাজিমুল হক বা জেসিবি-কে গ্রেপ্তার করেছে চোপড়া পুলিশ, যে চোপড়া পুলিশ জেসবি-দের পায়ের তলা চাটে। 
সিপিআই(এম) এবং কংগ্রেসা কর্মীরা যাতে মনোনয়ন জমা দিতে না পারে। তৃণমূলের বিধায়ক হামিদুর রহমান বা অভিষেকের বাহিনী যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে তার জন্য পঞ্চায়েত নির্বাচন বানচাল করা হয়েছিল। খুন করা হয়েছিল সিপিআই(এম) কর্মী মনসুর আলমকে। জেসিবি-ই ছিল মূল অভিযুক্ত। অথচ তাকে ধরেনি পুলিশ। 
এদের বিরুদ্ধে সরকার, পুলিশ, হাইকোর্ট, নির্বাচন কমিশন কিছু করেনি। এরা মাতব্বর। এরা চায়নি বলে সংবাদমাধ্যম কোনও খবর করেনি। এরা খবর ফিল্টার করে দেয়। এমন সংবাদমাধ্যম রাজ্যে রয়েছে যারা বারো বছর ধরে এমন খবর দেয়নি মমতা ব্যানার্জির পছন্দ হবে না বলে। সমাজ মাধ্যমে যদি কেউ করে, যদি কোনও সাংবাদিক লেখে তাকে ভয় দেখাচ্ছে। অম্বিকশ মহাপাত্রকে গ্রেপ্তার করেছিল মিম ফরোয়ার্ড করায়। উনি ভাবছেন মহম্মদ সেলিমকে ভয় দেখাবেন? ৮৫ হাজার মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে রয়েছে। তাতে কন্ঠরোধ করা যাবে না। 
এটা পরিষ্কার নির্যাতিতা চাপের মুখে এফআইআর করেছেন চাপের মুখে। ২০০২ সালে গুজরাটে গণহত্যার সময় নির্যাতিতাকে দিয়ে সমাজকর্মী তিস্তা শেতলবাদের বিরুদ্ধে এফআইআর’র ঘটনা মনে করিয়ছেন তিনি।   
রাজ্যে উপাচার্য নিয়োগ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন সেলিম। তিনি বলেন, ‘‘নবান্ন আর রাজভবনের নকল যুদ্ধ চলছে। আসলে কেউ মারপিট করছে না। শিক্ষা চৌপাট করছে।’’ 
কর্মরত বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি করে তিনি বলেছেন, ‘‘যে মাত্রায় দুর্নীতি হচ্ছে তাতে এটি প্রয়োজন। উপাচার্য নিয়োগে যোগ্যতার মাপকাঠি দেখা হচ্ছে না। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নিজেদের লোকজনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করছে। ফলে উচ্চশিক্ষা চৌপাট হয়ে যাচ্ছে। ফলে শিক্ষাবিদরা থাকুন কিন্তু সঙ্গে কর্মরত একজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হোক।’’ 
সন্দেশখালির ঘটনা সিবিআই তদন্তের রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘‘মুক্তাঞ্চল তৈরি করে চাষের জমির চরিত্র বদল, জমি দখল, নারী নির্যাতন, এসব তো একদিনে হয়নি। এখানে পুলিশ, ভূমি রাজস্ব দপ্তর সবাই এককাট্টা হয়েছে। মমতা ব্যানার্জির সরকার যে কোনও দুর্নীতি হোক তদন্তকে ধামাচাপা দিতে চায়। সুপ্রিম কোর্ট ঠিক করেছে।’’
উল্লেখ্য, মোট ৪৩টি মামলা আদালতের রায়ে তদন্তের ভার রয়েছে সিবিআই’র হাতে। সুপ্রিম কোর্ট তদন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছে। সন্দেশখালির জমি দখল থেকে নারী নির্যাতনে সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। 
সেলিম বলেন, ‘‘সে আনিস হত্যা হোক, চিটফান্ড হোক, অস্ত্র কারখানা হোক ধামাচাপা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। সরকারের টাকা দিয়ে কেন একজন দুষ্কৃতীকে বাঁচানোর চেষ্টা হবে। সুপ্রিম কোর্ট ঠিক করেছে, হাইকোর্ট যে তদন্তের রায় দিয়েছিল তাকেই বহাল রেখেছে।’’ 
মমতা ব্যানার্জি মাল্টি সুপার স্পেশালিটি হাসাপাতলের গেট তৈরি করেছেন কিন্তু ভেতরে ঢোকেননি মমতা ব্যানার্জি, উদ্বোধনও করেছেন দূর থেকে। কারণ তিনি জানেন সিন্ডিকেট রাজ্যে এমনভাবে তৈরি যে কোনও সময় ভেঙে পড়তে পারে। এর মধ্যেই বিভিন্ন অংশ ভেঙে পড়ছে। তার ওপর চিকিৎসা ব্যবস্থা নেই। সবসময় রেফার করতে হচ্ছে। পুরনো হাসপাতালেই ভিড় হচ্ছে। নতুন হাসপাতালগুলি সরকারের পালক নয়, স্বাস্থ্য কাঠামোয় কাঁটা হয়ে রয়েছে।

Comments :0

Login to leave a comment