Awas Yojana Nadia

আবাস দুর্নীতির বিরুদ্ধে পঞ্চায়েত অফিস ভাঙচুর জনতার

রাজ্য

রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের সামনে আবাস যোজনার দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষ। এতো দিন পঞ্চায়েত দপ্তরের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন বঞ্চিতরা। এবার সেই বিক্ষোভের আঁচ সরাসরি গিয়ে পৌঁছালো পঞ্চায়েত অফিসের ভিতরে। নদীয়ার নাকাশি পাড়ার বীরপুর ২ নম্বর পঞ্চায়েত অফিস ভাঙচুর করলেণ উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটে সোমবার। 

বীরপুর ২ নম্বর পঞ্চায়েতের সাধারণ মানুষের দাবি, পাকা ঘর রয়েছে আর্থিক অবস্থা ভালো এমন লোকদের নাম রয়েছে তালিকায়। এই পরিস্থিতিতে মঙ্গলবার পঞ্চায়েত অফিস ঘোরাওয়ের ডাক দিয়েছে সর্বভারতীয় কৃষক সভা। কৃষক সভার পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে, যাদের পাকা বাড়ি রয়েছে তালিকা থেকে তাদের নাম বাদ দিতে হবে। তার সাথে পঞ্চায়েত এলাকার সমস্ত গরীব মানুষের জন্য পাকা ঘরের ব্যবস্থা করার। বৃহস্পতিবার এই দুই দাবিকে সামনে রেখে হবিবপুর পঞ্চায়েতে ডেপুটেশনের ডাক দিয়েছে কৃষক সভা।   

Comments :0

Login to leave a comment