চুঁচুড়া জগুদাস পাড়ায় অয়ন শীলের আবাসনে সিবিআই তল্লাশি। রাজ্য জুড়ে ১৪টি জায়গায় চলছে সিবিআই এর তল্লাসি।
বুধবার চার পাঁচ জনের সিবিআই আধিকারীকদের একটি দল সকাল দশটা নাগাদ অয়ন শীলের ফ্লাটে ঢোকে। তার পাশাপাশি অয়ন শীলের পৈতৃক বাড়ি যেখানে অয়নে বাবা মা থাকেন সেখানেও যান সিবিআই আধিকারীকরা। অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশিতে পুরসভা নিয়োগের নথিও পায় ইডি। গত ১৯ মার্চ অয়ন শীলকে নিয়োগ দুর্নীতি মামলা গ্রেফতার করে ইডি। আদালতের নির্দেশে পুরসভায় নিয়োগ নিয়ে তদন্ত শুরু করে সিবিআই।
চুঁচুড়ার এই জগুদাস পাড়ার এবিএস টাওয়ারে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার শান্তনু ব্যানার্জীর ফ্ল্যাটেও তল্লাসি চালাতে গিয়ে ইডি অয়ন শীলের নাম পায়। তার সাথে পৌরসভার নিয়োগের তথ্যও মেলে।
Comments :0