সোমবার গোটা দেশে পালিত হচ্ছে রাখী বন্ধন উৎসব। একে অপরের হাতে রাখী পরিয়ে সবাই এক থাকার বার্তা দিচ্ছেন। সাধারণত এদিন বোনেরা ভাইদের হাতে রাখি পড়িয়ে তার দীর্ঘায়ু কামনা করে চলে মিষ্টি মুখ। এই উৎসব এখন আর ভাই বোনের মধ্যে সীমিত নেই। পরিবেশ রক্ষার বার্তা দিতে এদিন চালসা ও লাটাগুড়ির পরিবেশ প্রেমীরা হাতি ও বনের গাছে রাখি পড়িয়ে দিলেন। দিলেন মিষ্টি। বর্তমান সময়ে পরিবেশ বনের পশুপাখিদের রক্ষা করা এবং তাদের স্বাভাবিক জীবনধারা যাতে অব্যাহত থাকে তার দায়িত্বও মানুষের। তাই পরিবেশ রক্ষার বার্তা দিতে এই অভিনব উদ্যোগ পরিবেশ প্রেমীদের।
এদিন চালসার ‘‘ন্যাচার স্টাডি এন্ড অ্যাডভেঞ্চার’’ নামে পরিবেশ প্রেমী সংস্থার কর্মীরা টিয়াবন এলাকার বনাঞ্চলে গিয়ে গাছের গায়ে রাখি পড়িয়ে দেন। সংস্থার পক্ষে মানবেন্দ্র দে সরকার বলেন, ‘‘পরিবেশের অন্যতম প্রধান অঙ্গ গাছ। গাছকে বাঁচিয়ে রাখতে হবে। এই বার্তা দিতেই এরকম উদ্যোগ নেওয়া হয়েছে।’’
অপর দিকে লাটাগুড়ির এক পরিবেশ প্রেমী সংস্থার কর্মীরা রামসাই, মেদলা এলাকায় গিয়ে বনদপ্তরের কুনকি হাতিদের রাখি পড়িয়ে দেয়। দেখা যায় হাতি গুলো রাখি পড়তে শুড় এগিয়ে দিতে থাকে। সংস্থার কর্মী ও মেয়েরা মাহুতদের সাহায্য নিয়ে রাখি হাতিদের কপালে পড়িয়ে দেয়। সংস্থার কর্নধার অনির্বাণ মজুমদার জানান, ‘‘মানুষের নৃশংসতা থেকে মানুষ অবথা পশু কেউ ছাড় পায়না। আরজি করে মহিলা পড়ুয়া চিকিৎসকের নৃশংস পরিণতি বা ঝাড়গ্রামে হাতিকে আগুনের গোলা ও জ্বলন্ত গরম লোহার বল্লম ছুঁড়ে সারাদিন নির্মম ভাবে হাতির উপর অত্যাচার চালানোর ঘটনা হোক। সমাজে অস্থিরতা, নৃশংসতা, অমানবিকতা ক্রমেই প্রকট হচ্ছে। হাতি ও মানুষের মধ্যে সংঘাত এড়াতে ও হাতিদের স্বাভাবিক বিচরণ ক্ষেত্র অবাধ রাখার বার্তা দিতেই প্রতি বছর আমরা হাতিদের রাখি পড়াই।’’ এদিনের এই অনুষ্ঠানে অনেকেই ভীড় করেন।
Rakhi Bandhan Celebrations
হাতি ও গাছকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
×
Comments :0