Purnam Shaw

দেশে ফিরলেন পুর্ণম সাউ

জাতীয়

প্রায় কুড়ি দিন পাকিস্তানে আটক থাকার পর বুধবার ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান পুর্ণম সাউ। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ আকারি ওয়াগা বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করেন পুর্ণম।
গত ২৩ মার্চ এই বিএসএফ জওয়ানকে আটক করে পাকিস্তানি সেনা। দীর্ঘ কূটনৈতিক আলোচনার পরে এদিন তিনি দেশে ফিরেছেন। রিষরায় তার পরিবার বারবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছে সুস্থ ভাবে পুর্ণমকে দেশে ফিরিয়ে আনার জন্য। স্বাভাবিক ভাবে পুর্ণম দেশে ফেরায় তারা খুশি।

Comments :0

Login to leave a comment