Hawker Excavation

ফের উচ্ছেদ, প্রতিরোধে পিছু হাটলো রেল প্রশাসন

জেলা


আবারও উচ্ছেদ করতে এসে ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতিরোধের মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হলো রেল পুলিশ। সোমবার সাঁত্রাগাছি স্টেশনের পাশে অস্থায়ী দোকান ও বাজার উচ্ছেদ করার জন্য হাজির হয় দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা। সাথে রেল পুলিশ। স্টেশন আধুনিকিকরণের অজুহাত দেখিয়ে স্টেশনের বাইরে রেলের অধিগৃহীত জমিতে থাকা দোকান ও বাজার উচ্ছেদ করতে তৎপর রেল প্রশাসন। শেষে ব্যবসায়ী ও সাধারণ মানুষের বাধায় উচ্ছেদ না করে পিছু হঠতে বাধ্য হয় রেল প্রশাসন। 
সাঁতরাগাছি রেলবাজার যা রেল এরিয়ার রাস্তার দু'ধারে স্বাধীনতার পরবর্তী কাল থেকে দীর্ঘ বছর একটি বাজার গড়ে উঠেছিল। প্রায় ছয় শতাধিক অস্থায়ী দোকান এবং দুই শতাধিক সবজি বিক্রেতা তাদের প্রতিদিন জীবিকা নির্বাহের জন্য পরিবারকে বাঁচিয়ে রাখবার জন্য এবং এলাকার মানুষকে পরিষেবা দিয়ে চলেছিলেন। তাঁরা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করেন। অভিযোগ রেল প্রশাসন প্রতিদিন এদের থেকে কুপন দিয়ে টাকাও তোলে। স্টেশনের বাইরের রাস্তা থেকে দোকান ও বাজার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেল প্রশাসন। রেল প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এলাকার ব্যবসায়ী থেকে স্থানীয় মানুষজন। বারেবারে দক্ষিণ পূর্ব রেলের ডিআরএম এর সাথে দেখা করে ব্যবসায়ী রা জানান উন্নয়নের বিরোধী তারা নন। কিন্তু বিকল্প রেলের জমিতে ব্যবসার ব্যবস্থা রেল কর্তৃপক্ষকে করতে হবে। রেল কর্তৃপক্ষ ব্যবসায়ীদের কোন অনুরোধ না মেনে সোমবার দোকান ও বাজার উচ্ছেদ করা হবে বলে নোটিশ দিয়ে জানান। সোমবার সকাল দশটায় যখন রেল প্রশাসনের তরফ থেকে দোকান ও বাজার উচ্ছেদ করতে আসে। তখন সমস্ত দোকান পাট বন্ধ করে মানুষ প্রতিরোধ গড়ে তোলে। প্রশাসনের সঙ্গে বাকবিতণ্ডা বাঁধে। এরপর তারা পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনার খবর পেয়েই সমীর সাহা, সৌমিত্র অধিকারী, নয়ন মল্লিক সহ বামপন্থী কর্মীরা ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়ান। শুরু হয় প্রতিবাদ সভা। স্থানীয় ব্যবসায়ীরা জানান উচ্ছেদের বিরুদ্ধে বারেবারে শাসক দলের স্থানীয় সাংসদ থেকে বিধায়ককে জানিয়েও কোন কাজ হয়নি।
 

Comments :0

Login to leave a comment