ডব্লিউএলসিসিবি এবং টুকুরিয়াঝাড় রেঞ্জের সাথে যৌথ অভিযানে ঘোষপুকুর রেঞ্জ কার্শিয়াঙ ফরেষ্ট ডিভিশন সামুদ্রিক প্রাণীর দেহাংশ পাচারের অভিযোগে নকশালবাড়ি থেকে একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তির নাম ফয়েজ আহমেদ হাকিমুদ্দিন (৪১)। উত্তরদিনাজপুর জেলার ইসলামপুরের ধুলিগাঁও'র বাসিন্দা।
মঙ্গলবার সন্ধ্যায় নকশালবাড়ি এলাকা থেকে বাইক সহ ধৃতকে আটক করা হয়। তল্লাশি চালাতেই ধৃতের কাছ থেকে আনুমানিক পাঁচ কেজি শুকনো সামুদ্রিক ঘোড়া বাজেয়াপ্ত করা হয়েছে। মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের কাছে থাকা দিল্লি সহ বিভিন্ন জায়গার রেসিডেনশিয়াল সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। নকশালবাড়ি থেকে নেপালের দিকে পাচারের পরিকল্পনা ছিলো বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। জানা গেছে, এদিন ধৃতকে শিলিগুড়ি আদালতে তুলে পুলিশ হেফাজতে নেবার আবেদন জানানো হবে। তদন্ত শুরু হয়েছে।
Comments :0