হৃদরোগে আক্রান্ত হয়ে পাকিস্তানে মৃত্যু হলো খালিস্তানি উগ্রপন্থী লাখবির সিং রোধের। রোধ খালিস্তান আন্দোলনের নেতা নিহত জার্নেইল সিং ভিন্দ্রানওয়ালের ভাইপো।
ভারতীয় গোয়েন্দা সূত্রে এই দাবি জানানো হয়েছে। সংবাদমাধ্যমে সূত্রের খবর, গত ২ ডিসেম্বর মৃত্যু হয় রোধের। ভিন্দ্রানওয়ালের মৃত্যুর পর থেকেই পাকিস্তানে পালিয়ে যান তিনি।
রোধ উগ্রপন্থী গোষ্ঠী খালিস্তান জিন্দাবাদ ফোর্সের প্রধান ছিলেন। ভারতের বিরুদ্ধে একাধিক চক্রান্তে তার নাম জড়িয়েছে। পাঞ্জাবে ড্রাগ, অস্ত্র, বিস্ফোরক পাচারের অভিযোগও রয়েছে।
এনআইএ’র দাবি, পাঞ্জাবের মোগায় তল্লাশি করে রোধের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।
Lakhbir Singh Rode
খালিস্তানি উগ্রপন্থী লাখবির সিং রোধের মৃত্যু পাকিস্তানে
×
Comments :0