Arrested

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী

জেলা


বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিবাহিত মহিলাকে ধর্ষণ এবং তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিশ। ধৃতের নাম হামিদ শেখ ওরফে ঝন্টু। ভাতার থানার ঝুজকোডাঙায় তার বাড়ি। রবিবার ভোরে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিনই ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম। ধৃতের মেডিকেল পরীক্ষা করানোর জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন বিচারক।
পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে আউশগ্রাম থানা এলাকায় ওই মহিলার বিয়ে হয়। তাঁর একটি ৪ বছরের সন্তানও রয়েছে। মহিলার স্বামী মুম্বইয়ে কাজ করেন। বিয়ের কিছুদিন পর স্ত্রীকে নিয়ে তিনি মুম্বইয়ে যান। তাঁর স্ত্রীকে কোম্পানির মালিক হামিদ বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিত। বিষয়টি স্বামীকে জানান মহিলা। যদিও তাতে কোনও কাজ হয়নি। স্বামীর কাছ থেকে মহিলার ফোন নম্বর নিয়ে নানা প্রস্তাব কারখানার মালিক দেয় মহিলাকে। বাধ্য হয়ে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসেন তাঁর স্বামী। কিছুদিন পর তিনি কর্মস্থলে ফিরে যান। এ বছরের ২৬ সেপ্টেম্বর মহিলা দুর্গাপুরে যান। মুম্বাই থেকে প্লেনে দুর্গাপুরে চলে আসে হামিদ। মহিলাকে দুর্গাপুরের একটি হোটেলে নিয়ে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে সহবাস করে বলে অভিযোগ। উকিল ডেকে এনে বিয়ের আশ্বাস দিয়ে কয়েকটি সাদা কাগজে মহিলার সই করিয়ে নেয়। মহিলার সোনার গয়নাও সে হাতিয়ে নেয়। এরপর গাড়ি ভাড়া করে মহিলাকে নিয়ে বিভিন্ন জায়গায় সে ঘোরাঘুরি করে। তারপর মহিলাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। ৬ অক্টোবর মহিলা কীটনাশক খান। ২৩ অক্টোবর তিনি মারা যান। এরপরই ঘটনার কথা জানিয়ে মহিলার দাদা আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে।

Comments :0

Login to leave a comment