Cold wave forecast in North India

উত্তর ভারতে ফের শৈত প্রবাহের পূর্বাভাষ, পারদ নামতে পারে মাইনাস চারে

জাতীয়

উত্তর পশ্চিম ভারতে (North west India) শৈত প্রবাহের ফলে গত সপ্তাহে দিল্লির কোথাও কোথাও পারদ নেমেছিল প্রায় ২ ডিগ্রির কাছাকাছি। বিগত কয়েকদিন ধরে তাপমাত্রা কিছুটা বাড়লেও ফের পারদ নামার পুর্বাভাষ দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbance) জেরেই এই তাপমাত্রা বৃদ্ধি বলে জানিয়েছে বিজ্ঞানী সোমা সেন রায়। তবে এই ঝঞ্ঝা কেটে গেলেই ফের বইবে শৈত প্রবাহ। যার ফলে উত্তর ভারতে সমতলে তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি (-4 degree) পর্যন্তও হতে পারে।


পরিবেশ বিজ্ঞানী সোমা সেন রায় আরও জানান জানুয়ারির ১৫ থেকে ১৭’র মধ্যে অতিমাত্রায় শৈতপ্রবাহ বইতে পারে উত্তর রাজস্থান, দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা ও চন্ডিগড়ে। অপরদিকে ভারতীয় ওনলাইন আবহাওয়া পোর্টালের প্রতিষ্ঠাতা নভদীপ দাহিয়া (Bavdeep Dahiya)জানিয়েছেন ১৪ থেকে ১৯ জানুয়ারি ভয়ঙ্কর শীত পড়বে উত্তর পশ্চিম ভারতে। তিনিও জানিয়েছেন ১৬ ও ১৮ জানুয়ারির মধ্যে কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রি হয়ে যাবে। শৈত প্রবাহের পুর্বাভাষের পর দিল্লিতে ১৬ জানুয়ারী পর্যন্ত সমস্ত স্কুল ছুটি রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

Comments :0

Login to leave a comment