TMC IN-FIGHTING

প্রার্থীপদের লড়াই তৃণমূলে, দিনহাটায় আহত ২

রাজ্য জেলা

CPIM BJP RSS TMC WEST BENGAL POLITICS BENGALI NEWS

প্রার্থীপদের দাবিদার একাধিক। তা নিয়ে বচসাও ছিল। সেই আবহেই দিনহাটায় গুলিবিদ্ধ হলেন তৃণমূলের এক কর্মী। 

পুলিশ জানিয়েছে লিপ্টন হক এবং সাদ্দাম হোসেন নামে বচসার জেলেই চলেছে গুলি। দু'জনেই হাসপাতালে। পুলিশের দাবি, গুলি চলেনি। তবে দিনহাটার ওকড়াবাড়ি হাজির বাজার এলাকায় গুলি চালানো ঘিরে আলোচনা ছড়িয়ে পড়ে শনিবার।  লিপ্টন হক নামে ওই তৃণমূল কর্মীর মাথায় গুলি লেগেছে বলে জানা গিয়েছে। 

আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে নিয়ে আসা হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। এরপর চিকিৎসকরা তাঁকে স্থানান্তরিত করেন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে।

এদিন লিপটন হক হাজির বাজার করতে এসেছিলেন।  স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান, একই বুথ এলাকা থেকে তৃণমূল কর্মী লিপটন হক এবং আরেক তৃণমূল কর্মী সাদ্দাম হোসেন প্রার্থী হওয়ার দাবিদার ছিলেন। তার ফলেই এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে।

Comments :0

Login to leave a comment