শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে জোড়া চিতাবাঘ শাবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি চা বাগান থেকে দুটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, এদিন সকালে বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কিলাঘটার দূর্গামাতা চা বাগানে কাজে যোগ দিতে যাচ্ছিলেন বাগানের শ্রমিকেরা। সেই সময় দুটি চিতাবাঘের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান বাগিচা শ্রমিকেরা। এরপর দ্রুত খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের টুকুরিয়াঝাড় বনবিভাগের রেঞ্জার পনিত লাল সহ বনকর্মীদের একটি টিম ঘটনাস্থলে ছুটে আসে। মৃত দুটি চিতাবাঘের দেহ উদ্ধার করে বনকর্মীরা শিলিগুড়ির অদূরে বেঙ্গল সাফারি পার্কে পাঠিয়ে দেয়। মৃত চিতাবাঘ শাবক দুটির বয়স আনুমানিক প্রায় বছর খানেক। চিতাবাঘ দুটির মৃত্যু কবে, কি কারনে হয়েছিলো তা জানতে বেঙ্গল সাফারি পার্কে মৃতদেহ দুটির ময়নাতদন্ত করা হবে। চিতা শাবক দুটির মধ্যে লড়াইয়ে কারনেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে বনকর্মীদের প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।
Leopard Cubs
দু’টি চিতাবাঘের দেহ উদ্ধার দূর্গামাতা চা বাগানে
×
Comments :0