মুন্ডেশ্বরী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল পাঁচ জন। একজনের মৃত্যু হয়েছে। দুজন এখনও নিখোঁজ। দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হুগলির আরামবাগ থানার হরিণখোলা মাঠপাড়া গ্রামে গতকাল মনসা পুজো উপলক্ষে আত্মীয় বাড়ি আসেন তারা। বুধবার দুপুরে পাঁচ জন কিশোর কিশোরী একসঙ্গে মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে নামে।
নদীতে নেমে তলিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে দেখতে পেয়ে নদীতে নেমে তিনজনকে উদ্ধার করে। তাদেরকে আরামবাগ হাসপাতালে নিয়ে গেলে সঞ্জিত মালিক(১২) নামে একজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্য দুজনের চিকিৎসা চলছে। আরো দুজনের খোঁজে ডুবুরি নামিয়ে নদীতে খোঁজ চলছে। ঘটনাস্থলে রয়েছে আরামবাগ থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাররা জানান, মনসা পুজো উপলক্ষে অনেকেই আত্মীয় বাড়িতে আসেন। বাড়িতে পুজো চলছিল তখন ওই পাঁচজন কিশোর কিশোরী যাদের বয়স বারো তেরো তারা মুন্ডেশ্বরী নদীতে স্নান করতে যায়। নদীতে যে বড় গর্ত ছিল তা তাদের জানা ছিল না। সেখানে গভীর জলে নেমে ডুবে যায়। এলাকার মানুষ স্থানীয় প্রশাসন দুজনকে বাঁচাতে পারলেও একজনের মৃত্যু হয়। দুজনের খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় ভেঙে পড়ছে গোটা গ্রাম। শোকস্তব্ধ আশেপাশের গ্রামের মানুষও।
Comments :0