HOCKEY INDIA

১৫তম হকি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ

খেলা

15th hockey national championship

বৃহস্পতিবার থেকে ঝাঁসির ধ্যানচাঁদ স্টেডিয়ামে শুরু হয়ে গেছে ১৫তম হকি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং অংশগ্রহণ করেবননা এই প্রতিযোগিতায়। হার্দিক সিং , জার্মানপ্রীত সিং  , অভিষেক , অমিত রোহিদাস  , সুমিত , গুরজান্ত সিং  এবং সঞ্জয় অংশগ্রহণ করতে চলেছে এই প্রতিযোগিতায়। প্রথম দিনের ম্যাচ শেষে হকি রাজ দল হারিয়েছে ত্রিপুরাকে ৯-১গোলে। জম্মু ও কাশ্মীরকে হারিয়েছে অরুণাচল প্রদেশ ৫-০ গোলে। গুজরাটকে হারিয়েছে ছত্তিশগড় ১০-০ গোলে। বিহারকে ৬-২গোলে হারিয়েছে হিমাচল প্রদেশ। পঞ্চম ম্যাচে অন্ধ্রপ্রদেশকে হারিয়েছে চন্ডিগড় ১৩-১ গোলে।   

Comments :0

Login to leave a comment