বৃহস্পতিবার থেকে ঝাঁসির ধ্যানচাঁদ স্টেডিয়ামে শুরু হয়ে গেছে ১৫তম হকি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং অংশগ্রহণ করেবননা এই প্রতিযোগিতায়। হার্দিক সিং , জার্মানপ্রীত সিং , অভিষেক , অমিত রোহিদাস , সুমিত , গুরজান্ত সিং এবং সঞ্জয় অংশগ্রহণ করতে চলেছে এই প্রতিযোগিতায়। প্রথম দিনের ম্যাচ শেষে হকি রাজ দল হারিয়েছে ত্রিপুরাকে ৯-১গোলে। জম্মু ও কাশ্মীরকে হারিয়েছে অরুণাচল প্রদেশ ৫-০ গোলে। গুজরাটকে হারিয়েছে ছত্তিশগড় ১০-০ গোলে। বিহারকে ৬-২গোলে হারিয়েছে হিমাচল প্রদেশ। পঞ্চম ম্যাচে অন্ধ্রপ্রদেশকে হারিয়েছে চন্ডিগড় ১৩-১ গোলে।
HOCKEY INDIA
১৫তম হকি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ

×
Comments :0